০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধান্ত পরিবর্তন করে গুচ্ছেই থেকে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৩:১৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 44

Barisal University

ববি প্রতিনিধি:

গুচ্ছ পদ্ধতি থেকে সরে আসতে চেয়েও গুচ্ছে থেকে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৪৯ তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ৪৯ তম একাডেমিক কাউন্সিলে গুচ্ছে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মিলনায়তনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বিত ভর্তি কমিটির সভায় চলতি শিক্ষাবর্ষে দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকার সিধান্ত গৃহীত হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয় গুচ্ছে না থাকার সিধান্ত পরিবর্তন করে আবারও গুচ্ছে ফিরে আসার সিধান্ত নেয়।

উল্লেখ্য, এর আগে গত ২১ জানুয়ারি অ্যাকাডেমিক কাউন্সিলের ৪৮তম জরুরি সভায় জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন

সিদ্ধান্ত পরিবর্তন করে গুচ্ছেই থেকে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০৩:১৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

ববি প্রতিনিধি:

গুচ্ছ পদ্ধতি থেকে সরে আসতে চেয়েও গুচ্ছে থেকে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৪৯ তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ৪৯ তম একাডেমিক কাউন্সিলে গুচ্ছে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মিলনায়তনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বিত ভর্তি কমিটির সভায় চলতি শিক্ষাবর্ষে দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকার সিধান্ত গৃহীত হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয় গুচ্ছে না থাকার সিধান্ত পরিবর্তন করে আবারও গুচ্ছে ফিরে আসার সিধান্ত নেয়।

উল্লেখ্য, এর আগে গত ২১ জানুয়ারি অ্যাকাডেমিক কাউন্সিলের ৪৮তম জরুরি সভায় জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।