চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রোগ্রামের অনুমতি, অন্য রাজনৈতিক সংগঠনের জন্য নিষেধাজ্ঞা
- প্রকাশিত: ১২:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / 25
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের কার্যক্রম পরিচালনার অনুমতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ইসলামী ছাত্র মজলিস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমী তাদের সংগঠনের ব্যানারে “মাতৃভাষা জিজ্ঞাসা ও নবীনবরণ” অনুষ্ঠানের অনুমতি চাইলে অনুষদের ডিন রাজনৈতিক ছাত্রসংগঠনকে অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে তাদের আবেদন প্রত্যাখ্যান করেন।
তবে একই সময়ে “Shibir Meets Brilliance” নামে একটি অনুষ্ঠান ঠিকই ওই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছিল। ফলে ইসলামী ছাত্র মজলিসের সদস্যরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে দ্বৈত নীতি ও পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দিয়েছেন।
এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তাঁরা সকল রাজনৈতিক সংগঠনের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।