পাবিপ্রবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত
- প্রকাশিত: ০৫:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / 39
পাবিপ্রবি প্রতিনিধি:
আজ মঙ্গলবার (১১-০২-২৫) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বরে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড.আলী রিয়াজ তিনি তার বক্তব্যতে বলেন “বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেবল চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের দেশের যেকোন পরিস্থিতিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবেএবংতিনি আরো বলেন ভিন্নমত মেনে নেয়া কঠিন হলেও তা মেনে নিতে হবে তা না হলে সমাজে বৈষম্য তৈরি হয়
এসময় তার বক্তব্য শেষ হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আব্দুল আওয়াল বক্তব্য রাখেন তিনি তার বক্তব্য এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রধান করেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান খাঁন স্যার ও পরিবহন ব্যবস্থা প্রশাসক ড.কামরুজ্জামান
প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বক্তব্য শেষ হওয়ার পর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।