০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভাষা শহীদদের স্মরণে বাকৃবি প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ

রিসালাত আলিফ, বাকৃবি প্রতিনিধি
  • প্রকাশিত: ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 17

পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রেসক্লাব।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোহাম্মদ সাইফুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ভেটেরিনারি অনুষদের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ও বাকৃবি প্রেসক্লাবের উপদেষ্টা ড. মো. সহিদুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান, সাধারণ সম্পাদক রায়হান আবিদসহ বাকৃবি প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে বাকৃবি প্রেসক্লাবের সাধারণ সভায় সংগঠনটির সদস্যরা মতবিনিময় করেন।

বাকৃবি প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান বলেন, “একুশ আমাদের শেখায়, মাথা নত না করে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের মাতৃভাষার অধিকার রক্ষার জন্য যে অসামান্য আত্মত্যাগ করা হয়েছে, তা শুধু স্মরণ করলেই হবে না; বরং নতুন প্রজন্মের মাঝে এর চেতনা ছড়িয়ে দিতে হবে। তাছাড়া, বাংলা ভাষার শুদ্ধ ও সঠিক ব্যবহারের জন্য আমাদের সবাইকে উদ্বুদ্ধ করা দরকার।”

সাধারণ সম্পাদক রায়হান আবিদ বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি ভাষার বিকৃতি রোধেও আমাদের সচেষ্ট হতে হবে। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।”

রিসালাত আলিফ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন

ভাষা শহীদদের স্মরণে বাকৃবি প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত: ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রেসক্লাব।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোহাম্মদ সাইফুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ভেটেরিনারি অনুষদের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ও বাকৃবি প্রেসক্লাবের উপদেষ্টা ড. মো. সহিদুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান, সাধারণ সম্পাদক রায়হান আবিদসহ বাকৃবি প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে বাকৃবি প্রেসক্লাবের সাধারণ সভায় সংগঠনটির সদস্যরা মতবিনিময় করেন।

বাকৃবি প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান বলেন, “একুশ আমাদের শেখায়, মাথা নত না করে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের মাতৃভাষার অধিকার রক্ষার জন্য যে অসামান্য আত্মত্যাগ করা হয়েছে, তা শুধু স্মরণ করলেই হবে না; বরং নতুন প্রজন্মের মাঝে এর চেতনা ছড়িয়ে দিতে হবে। তাছাড়া, বাংলা ভাষার শুদ্ধ ও সঠিক ব্যবহারের জন্য আমাদের সবাইকে উদ্বুদ্ধ করা দরকার।”

সাধারণ সম্পাদক রায়হান আবিদ বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি ভাষার বিকৃতি রোধেও আমাদের সচেষ্ট হতে হবে। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।”

রিসালাত আলিফ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়