জাবি ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর ইফতার মাহফিল: খালেদা জিয়ার সুস্থতা কামনা
- প্রকাশিত: ১২:৪৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / 20
পবিত্র মাহে রমজানের প্রথম দিনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের করা ইফতার মাহফিলে অনুপস্থিত ছিলেন আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক।
রবিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷ ইফতার মাহফিলে ছিন্নমূল ও ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করেন নেতাকর্মীরা।
উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা জানান, ইফতারের পূর্ব মুহুর্তে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট), প্রান্তিক গেইট, শহীদ মিনারসহ বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করছেন তারা। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া করছেন তারা। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া আরমান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশসহ শতাধিক নেতাকর্মী।
এদিকে শাখা ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে আয়োজিত এই ইফতারে দেখা যায়নি শাখার আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীককে। নেতাকর্মীদের অভিযোগ দীর্ঘদিন পর জাহাঙ্গীরনগরে কমিটি গঠন করা হলেও আহ্বায়ক- সদস্য সবাইকে ঐক্যবদ্ধ করে শিক্ষার্থীবান্ধব কোনো প্রোগ্রাম করতে সক্ষম হননি। কেবল নিজ গ্রুপের লোকজন নিয়ে আলাদা প্রোগ্রাম করেছেন। তাই দলীয় দায়বদ্ধতা থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার এবং ভাসমান ও ছিন্নমূলদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন তারা।
শাখা ছাত্রদলের সদস্য মো. আবু নাইম বলেন, ভালো কাজে প্রতিযোগিতা করতে হয়। কেউ যদি কাজ করতে না চায় তার জন্য অপেক্ষা করার চেয়ে বরং নিজেদেরই করা উচিত। ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের দিকে তাকিয়ে আছে।ছাত্রলীগের ট্রমা কাটিয়ে উঠে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে ছাত্রদল কতটুকু সক্রিয় ভুমিকা পালন করতে সক্ষম তা প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে। এখন আর আগের যুগ নেই, এখন প্রতিযোগিতা করতে হবে ভালো কাজ দিয়ে। বুদ্ধিবৃত্তিক ও গ্রহণযোগ্য কাজের মাধ্যমে ছাত্র রাজনীতির হারানো গৌরবকে ফিরে আনতে আমরা কাজ করে যাচ্ছি।
এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আলাউদ্দিন বলেন, প্রথম রমজানে আমরা চাই পরিবারকে সাথে ইফতার করতে। পরিবারের অনুপস্থিতিতে আজকে আমরা ছিন্নমূল ও ভাসমান মানুষদের সাথে নিয়ে ইফতার করেছি। একইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেছি।
শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব অনুপস্থিত কেনো জানতে চাইলে তিনি বলেন, জাবি ছাত্রদলের বর্তমান কমিটি সাধারণ শিক্ষার্থীদের জন্য আশানুরূপ কাজ করতে পারছে না। বেশি সিনিয়র দিয়ে কমিটি হওয়ায় আমাদের অধিকাংশ ছাত্রদলের নেতাকর্মী বৈধ উপায়ে হলে থাকার সুযোগ পাচ্ছে না। এছাড়া অনেক সময় সঠিক মূল্যায়নের অভাবে অনেক নেতাকর্মী বাদ পড়ে যায়, আবার অনেকেই কমিটিতে অনুপ্রবেশ করে। এমতাবস্থায় ছাত্রদলের ভাবমূর্তি রক্ষায় নতুন এবং সময়োপযোগী কমিটির বিকল্প নেই।
এর আগে, গত ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শাখা ছাত্রদলের এই কমিটির আহবায়ক ও সদস্য-সচিবকে অসহযোগিতার ঘোষণা দেন প্রায় শতাধিক নেতাকর্মী। তাদের অভিযোগ ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সময়সীমা দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়, কিন্তু প্রায় দুই মাসের মতো সময় অতিক্রান্ত হলেও বর্তমান কমিটির আহ্বায়ক-সদস্যসচি পূর্ণাঙ্গকমিটি গঠনের কোনো তৎপরতা দেখাচ্ছেন না।