০১:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুবি রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন

সুদীপ্ত সাহা সময়, কুবি প্রতিনিধি:
  • প্রকাশিত: ০৭:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 27

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদারের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের বিষয়ে তদন্ত করতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে পাঁচ সদস্য বিশিষ্ট একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) প্রতিবেদকের হাতে আসা গত ০৩ মার্চ ডেপুটি রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটিতে আহবায়ক হিসেবে আছেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করিম এবং সদস্য সচিব হিসেবে আছেন ডেপুটি রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান। এছাড়া সদস্য হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ সোহরাব উদ্দিন, একই বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মোহতাসিম বিল্লাহ এবং অর্থ ও হিসাব দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক কামাল উদ্দিন ভূইয়া।

‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটিতে আহবায়ক অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, ‘উনার বিরুদ্ধে কী অভিযোগ আছে সেটা আমি এখনো জানি না। আমি একটা মেইল পেয়েছি এবং পত্রিকায় দেখেছি। আগামীকাল প্রশাসনের কাছ থেকে অভিযোগগুলো নিয়ে কাজ শুরু করব।’

এর আগে গত ০৩ মার্চ সাবেক রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদারের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ এনে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন

কুবি রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন

প্রকাশিত: ০৭:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদারের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের বিষয়ে তদন্ত করতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে পাঁচ সদস্য বিশিষ্ট একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) প্রতিবেদকের হাতে আসা গত ০৩ মার্চ ডেপুটি রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটিতে আহবায়ক হিসেবে আছেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করিম এবং সদস্য সচিব হিসেবে আছেন ডেপুটি রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান। এছাড়া সদস্য হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ সোহরাব উদ্দিন, একই বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মোহতাসিম বিল্লাহ এবং অর্থ ও হিসাব দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক কামাল উদ্দিন ভূইয়া।

‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটিতে আহবায়ক অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, ‘উনার বিরুদ্ধে কী অভিযোগ আছে সেটা আমি এখনো জানি না। আমি একটা মেইল পেয়েছি এবং পত্রিকায় দেখেছি। আগামীকাল প্রশাসনের কাছ থেকে অভিযোগগুলো নিয়ে কাজ শুরু করব।’

এর আগে গত ০৩ মার্চ সাবেক রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদারের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ এনে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।