০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের আয়োজনে ইফতার অনুষ্ঠিত

মোঃ যোবায়ের হোসেন জাকির, জাবি প্রতিনিধি
  • প্রকাশিত: ১২:০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 64

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের শহীদ সালাম-বরকত হলের নেতাকর্মীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় নেতাকর্মীদের একটি আলোচনা সভার পর এ আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক অধ্যাপক আব্দুল হালিম, প্রক্টর ও আ ফ ম কামাল উদ্দীন হলের প্রভোস্ট অধ্যাপক রাশিদুল আলম, অধ্যাপক মোস্তফা নাজমুল মনসুর, অধ্যাপক তারেক চৌধুরী প্রমুখ।

ইফতার অনুষ্ঠানে হলের ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষার্থী সহ অন্যান্য হলের প্রায় আড়াই শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। একই সাথে হলের প্রাক্তন শিক্ষার্থী যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন তাদেরকেও দাওয়াত দেওয়া হয়। তবে শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে দাওয়াত দেওয়া হয়নি বলে জানান তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আতিক হাসান বলেন, ছাত্রদলের আয়োজনে আবাসিক শিক্ষার্থীদের নিয়ে এত বড় আয়োজন সত্যিই আমাদের মোহিত করেছে। এরকম আরো আয়োজন হলে আমরা আরো বেশি পরিচিত হতে পারবে, শিক্ষক ও সিনিয়রদের সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।

হলের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা যোবায়ের আল মাহমুদ বলেন, আজকে একটি সুন্দর আয়োজনের মাধ্যমে শিক্ষকদের উপস্থিতি এবং সকলের সহযোগিতায় আমাদের ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সামনে আরো এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে।

ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‌ ইতিমধ্যেই শাখা ছাত্রদলের অকৃতকার্য ও মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক-সদস্য সচিব বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। ফলে আমরা তাদের দাওয়াত দেয়নি।

এসময় শহীদ সালাম-বরকত হল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাকিব আহমেদ, মোঃ মোরছালিন ইসলাম, ইমরান হোসেন, আকিমুল ইসলাম, জাহিদ হাসান, আল মামুন, মাসুদ রানা পাইলট মিস্টো, সাজ্জাদ হোসাইন, শিমুল আহমেদ, মারুফ হাসান, তাইফ আজিম প্রমুখ।

……….

শেয়ার করুন

জাবিতে শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের আয়োজনে ইফতার অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের শহীদ সালাম-বরকত হলের নেতাকর্মীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় নেতাকর্মীদের একটি আলোচনা সভার পর এ আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক অধ্যাপক আব্দুল হালিম, প্রক্টর ও আ ফ ম কামাল উদ্দীন হলের প্রভোস্ট অধ্যাপক রাশিদুল আলম, অধ্যাপক মোস্তফা নাজমুল মনসুর, অধ্যাপক তারেক চৌধুরী প্রমুখ।

ইফতার অনুষ্ঠানে হলের ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষার্থী সহ অন্যান্য হলের প্রায় আড়াই শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। একই সাথে হলের প্রাক্তন শিক্ষার্থী যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন তাদেরকেও দাওয়াত দেওয়া হয়। তবে শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে দাওয়াত দেওয়া হয়নি বলে জানান তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আতিক হাসান বলেন, ছাত্রদলের আয়োজনে আবাসিক শিক্ষার্থীদের নিয়ে এত বড় আয়োজন সত্যিই আমাদের মোহিত করেছে। এরকম আরো আয়োজন হলে আমরা আরো বেশি পরিচিত হতে পারবে, শিক্ষক ও সিনিয়রদের সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।

হলের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা যোবায়ের আল মাহমুদ বলেন, আজকে একটি সুন্দর আয়োজনের মাধ্যমে শিক্ষকদের উপস্থিতি এবং সকলের সহযোগিতায় আমাদের ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সামনে আরো এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে।

ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‌ ইতিমধ্যেই শাখা ছাত্রদলের অকৃতকার্য ও মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক-সদস্য সচিব বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। ফলে আমরা তাদের দাওয়াত দেয়নি।

এসময় শহীদ সালাম-বরকত হল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাকিব আহমেদ, মোঃ মোরছালিন ইসলাম, ইমরান হোসেন, আকিমুল ইসলাম, জাহিদ হাসান, আল মামুন, মাসুদ রানা পাইলট মিস্টো, সাজ্জাদ হোসাইন, শিমুল আহমেদ, মারুফ হাসান, তাইফ আজিম প্রমুখ।

……….