০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

১৭০০ শিক্ষার্থীদের নিয়ে ইবি ছাত্র শিবিরের গণ ইফতার কর্মসূচি

নূর ই আলম, ইবি প্রতিনিধি
  • প্রকাশিত: ০৯:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 39

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পবিত্র রমজান উপলক্ষে গণ ইফতার কর্মসূচি আয়োজন করেছে। এদিন প্রায় ১৭০০ শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করে সংগঠনটি

বৃহস্পতিবার (৬ মার্চ) কেন্দ্রীয় ক্রিকেট মাঠ (ছেলে) এবং উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল গেটে (মেয়ে) ইফতারের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের এই আয়োজনে আসরের নামাজের পর থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সবাই একসাথে এভাবে ইফতার করতে পেরে অনেক ভালো লাগছে,গত বছর ক্যাম্পাসে গণ ইফতার নিষিদ্ধ ছিলো, এবার সবাই একসাথে ইফতারে বসতে পারছি যেটা ইসলামিক সম্প্রীতির বহি:প্রকাশ।

এ বিষয়ে ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, এর আগে আমরা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে ইফতারের আয়োজন করেছি। এরপর সাংবাদিকদের সাথে করা হবে, রাজনৈতিক সংগঠনের সাথে করা হবে। তারই ধারাবাহিকতায় আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। সামনেও এধরণের আয়োজন অব্যাহত থাকবে।

নূর ই আলম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
৬ মার্চ,২০২৫।

শেয়ার করুন

১৭০০ শিক্ষার্থীদের নিয়ে ইবি ছাত্র শিবিরের গণ ইফতার কর্মসূচি

প্রকাশিত: ০৯:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পবিত্র রমজান উপলক্ষে গণ ইফতার কর্মসূচি আয়োজন করেছে। এদিন প্রায় ১৭০০ শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করে সংগঠনটি

বৃহস্পতিবার (৬ মার্চ) কেন্দ্রীয় ক্রিকেট মাঠ (ছেলে) এবং উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল গেটে (মেয়ে) ইফতারের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের এই আয়োজনে আসরের নামাজের পর থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সবাই একসাথে এভাবে ইফতার করতে পেরে অনেক ভালো লাগছে,গত বছর ক্যাম্পাসে গণ ইফতার নিষিদ্ধ ছিলো, এবার সবাই একসাথে ইফতারে বসতে পারছি যেটা ইসলামিক সম্প্রীতির বহি:প্রকাশ।

এ বিষয়ে ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, এর আগে আমরা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে ইফতারের আয়োজন করেছি। এরপর সাংবাদিকদের সাথে করা হবে, রাজনৈতিক সংগঠনের সাথে করা হবে। তারই ধারাবাহিকতায় আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। সামনেও এধরণের আয়োজন অব্যাহত থাকবে।

নূর ই আলম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
৬ মার্চ,২০২৫।