০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে এমএইচ হলে ছাত্রদলের ইফতার, অনুপস্থিত আহ্বায়ক-সদস্য সচিব

মোঃ যোবায়ের হোসেন জাকির, জাবি প্রতিনিধি
  • প্রকাশিত: ১০:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 29

জাবিতে প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মীর মোশাররফ হোসেন (এমএইচ) হলের ছাত্রদলের নেতাকর্মীদের আয়োজনে শাখা ছাত্রদলের আহ্বায়ক-সদস্য সচিবের অনুপস্থিতিতে ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় নেতাকর্মীদের একটি আলোচনা সভার পর এ আয়োজন করা হয়। এ সময় শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া এবং বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করা হয়। ইফতার অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী, শাখা ছাত্রদলের নেতাকর্মী ও হলের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক উপস্থিত ছিলেন।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, শাখা ছাত্রদলের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। ছাত্রদলের নেতাকর্মীরা খুবই আন্তরিক ছিলেন এবং আমরা একসাথে বসে সকলে ইফতার করেছি।

হলের ছাত্রদল কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫৩তম ব্যাচের মাহবুব আলম মানিক বলেন, হলের সকল অংশীদারদের এরকম মেলবন্ধন সত্যি মনোমুগ্ধকর। তবে আমরা আহ্বায়ক সদস্য সচিবকে ইফতারে অংশ নিতে দেখিনি। এমনতেই সিনিয়র কমিটি হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাছে আসছে না। তার উপরে শিক্ষার্থীবান্ধব কোনো কর্মসূচী গত ২ মাসে দেখিনি। এমতাবস্থায় জাবিতে ছাত্রদলকে শক্তিশালী করতে নতুন ঐক্যবদ্ধ কমিটির বিকল্প নেই। তবে সে কমিটি তুলনামূলক জুনিয়র কমিটি হলে সাধারণ ছাত্ররা আরো উৎফুল্লতার সহিত অংশগ্রহণ করবে।

হলের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা ইকবাল হোসাইন বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হলের সকল কর্মকর্তা ও কর্মচারী, স্টাফ ও সাধারণ শিক্ষার্থীদের জন্য ইফতারে আয়োজন করি।

তবে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেকেই মনে করে মীর মোশাররফ হোসেন হলের অধিকাংশ ত্যাগী নেতাকর্মীদেরকে এই কমিটিতে বঞ্চিত করা হয়েছে। অন্যদিকে ছাত্রদলের কমিটি অছাত্র ও বেশ সিনিয়র কমিটি হওয়ায় হলের সাধারণ শিক্ষার্থীদের সাথে অনেক দুরত্ব তৈরি হয়েছে। ফলে তারা হল থেকে দূরে থাকে সবসময়। তবে ছাত্রদলের ত্যাগী ও যোগ্যদের দিয়ে অচিরেই নতুন কমিটি দিলে দলের ভাবমূর্তি রক্ষা পাবে এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে বলে মনে করছি।

………

শেয়ার করুন

জাবিতে এমএইচ হলে ছাত্রদলের ইফতার, অনুপস্থিত আহ্বায়ক-সদস্য সচিব

প্রকাশিত: ১০:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

জাবিতে প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মীর মোশাররফ হোসেন (এমএইচ) হলের ছাত্রদলের নেতাকর্মীদের আয়োজনে শাখা ছাত্রদলের আহ্বায়ক-সদস্য সচিবের অনুপস্থিতিতে ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় নেতাকর্মীদের একটি আলোচনা সভার পর এ আয়োজন করা হয়। এ সময় শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া এবং বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করা হয়। ইফতার অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী, শাখা ছাত্রদলের নেতাকর্মী ও হলের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক উপস্থিত ছিলেন।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, শাখা ছাত্রদলের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। ছাত্রদলের নেতাকর্মীরা খুবই আন্তরিক ছিলেন এবং আমরা একসাথে বসে সকলে ইফতার করেছি।

হলের ছাত্রদল কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫৩তম ব্যাচের মাহবুব আলম মানিক বলেন, হলের সকল অংশীদারদের এরকম মেলবন্ধন সত্যি মনোমুগ্ধকর। তবে আমরা আহ্বায়ক সদস্য সচিবকে ইফতারে অংশ নিতে দেখিনি। এমনতেই সিনিয়র কমিটি হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাছে আসছে না। তার উপরে শিক্ষার্থীবান্ধব কোনো কর্মসূচী গত ২ মাসে দেখিনি। এমতাবস্থায় জাবিতে ছাত্রদলকে শক্তিশালী করতে নতুন ঐক্যবদ্ধ কমিটির বিকল্প নেই। তবে সে কমিটি তুলনামূলক জুনিয়র কমিটি হলে সাধারণ ছাত্ররা আরো উৎফুল্লতার সহিত অংশগ্রহণ করবে।

হলের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা ইকবাল হোসাইন বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হলের সকল কর্মকর্তা ও কর্মচারী, স্টাফ ও সাধারণ শিক্ষার্থীদের জন্য ইফতারে আয়োজন করি।

তবে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেকেই মনে করে মীর মোশাররফ হোসেন হলের অধিকাংশ ত্যাগী নেতাকর্মীদেরকে এই কমিটিতে বঞ্চিত করা হয়েছে। অন্যদিকে ছাত্রদলের কমিটি অছাত্র ও বেশ সিনিয়র কমিটি হওয়ায় হলের সাধারণ শিক্ষার্থীদের সাথে অনেক দুরত্ব তৈরি হয়েছে। ফলে তারা হল থেকে দূরে থাকে সবসময়। তবে ছাত্রদলের ত্যাগী ও যোগ্যদের দিয়ে অচিরেই নতুন কমিটি দিলে দলের ভাবমূর্তি রক্ষা পাবে এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে বলে মনে করছি।

………