জাবিতে কাজী নজরুল ইসলাম হলে ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশিত: ১১:২৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 46
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রদলের নেতাকর্মীদের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় নেতাকর্মীদের একটি আলোচনা সভার পর এ আয়োজন করা হয়। এ সময় শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া এবং বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করা হয়।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরনসহ শাখা ছাত্রদল এবং হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশেদুল আলম, তিন শতাধিক শিক্ষার্থী ও হলের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ অন্যান্যরা।
হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, শাখা ছাত্রদলের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। ছাত্রদলের নেতাকর্মীরা খুবই আন্তরিক ছিলেন এবং আমরা একসাথে বসে সকলে ইফতার করেছি।
এসময় হলের আবাসিক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ছাত্রদলের আয়োজনে আজকের ইফতার একটা ভালো উদ্যোগ ছিলো। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের আরও কাছাকাছি আনার সুযোগ করে দেবে আজকের মাহফিল। পরবর্তীতেও এমন ইফতার মাহফিল আয়োজনের অনুরোধ থাকবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে জাবি শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন বাবর বলেন, আমরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পর্যায়ক্রমে প্রতিটি হলেই ইফতার মাহফিল আয়োজন করবো। এর আগেও কয়েকটি হলে করা হয়েছে। বাকী হলগুলোতেও করবো।
তিনি আরও বলেন, এছাড়া জাবিতে আর কোন ছাত্রদলের ইফতার মাহফিল নাই। এর বাইরে যদি কেউ করে তাহলে সেটা নিজ উদ্যোগে করবে। কিন্তু ছাত্রদলের ব্যানারকে কাজে লাগিয়ে আলাদা করে ইফতার মাহফিল করার সুযোগ নেই।