০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এলপিআই ইনোভেশন ও রোবটিক্স ক্লাবের নেতৃত্বে ফয়সাল ও আরাফাত

মো. হাসিবুর রশীদ, লক্ষ্মীপুর জেলা
  • প্রকাশিত: ১০:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 140

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইনোভেশন ও রোবটিক্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন কমিটি প্রকাশ করেছে। লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. জহিরুল ইসলামকে প্রধান উপদেষ্টা ও চেয়ারম্যান এবং কম্পিউটার টেকনোলজির জুনিয়র ইন্সট্রাক্টর মো: সাদ্দাম হোসেনকে তত্ত্বাবধায়ক করে কমিটি প্রকাশ করা হয়। সভাপতি হিসেবে দায়িত্ব নির্বাচিত হয়েছেন কম্পিউটার টেকনোলজির সপ্তম পর্বের মেধাবী ছাত্র ফয়সাল মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার টেকনোলজির পঞ্চম পর্বের মেধাবী ছাত্র ইয়াসিন আরাফাত।

” Starting With Programming, Victory With Robotics” এই অনন্য শ্লোগানকে সামনে রেখে এলপিআই ইনোভেশন ও রোবটিক্স ক্লাব প্রতিষ্ঠিত হয়। এটি প্রযুক্তি ও উদ্ভাবনের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম। লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রোগ্রামিং, রোবোটিক্স ও প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ করে গড়ে তোলার প্রত্যয়ে এলপিআই ইনোভেশন ও রোবটিক্স ক্লাবের যাত্রা শুরু হয়।

তত্ত্বাবধায়ক মো: সাদ্দাম হোসেন পাবলিকিয়ান টুডে প্রতিনিধিকে বলেন, “লক্ষ্মীপুর পলিটেকনিক ইনোভেশন ও রোবটিক্স ক্লাব আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং প্রযুক্তির প্রতি আগ্রহের একটি প্ল্যাটফর্ম। আমরা নতুন প্রযুক্তি, রোবটিক্স এবং উদ্ভাবনী প্রকল্প নিয়ে কাজ করি। যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা উন্নত করতে এবং বাস্তবজীবনে প্রযুক্তি ব্যবহার করতে শিখবে। আমি গর্বিত যে, আমি এই ক্লাবের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছি এবং আশা করছি, আমাদের ক্লাবের উদ্যোগগুলি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নবনির্বাচিত সভাপতি ফয়সাল মাহমুদ বলেন, “বর্তমান বিশ্বের প্রেক্ষাপটের হিসেবে আমাদের এ ক্লাবটি প্রতিষ্ঠার লক্ষ ছিল। কিন্তু বিভিন্ন কারণে হয়ে উঠেনি। অবশেষে নিজ ক্যাম্পাসে এমন একটি ক্লাবের অংশীদার হতে পেরে আনন্দিত হচ্ছি। আশা রাখছি এর মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জনে আমরা সকলে আরো একধাপ এগিয়ে যেতে সক্ষম হবো। এই ক্লাব কেবল প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের জন্য নয়, বরং যে কেউ এখানে এসে শিখতে ও নতুন কিছু তৈরি করতে পারে। আমরা প্রযুক্তির মাধ্যমে একটি স্মার্ট ও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে চাই।”

উল্লেখ্য, ২০২৫ সালের উপজেলা বিজ্ঞান মেলায় দুটি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে। স্মার্ট অ্যাসিস্ট্যান্টে ১ম স্থান অধিকার এবং LPI Blood Bank এ ১ম রানারআপ হয়।

শেয়ার করুন

এলপিআই ইনোভেশন ও রোবটিক্স ক্লাবের নেতৃত্বে ফয়সাল ও আরাফাত

প্রকাশিত: ১০:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইনোভেশন ও রোবটিক্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন কমিটি প্রকাশ করেছে। লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. জহিরুল ইসলামকে প্রধান উপদেষ্টা ও চেয়ারম্যান এবং কম্পিউটার টেকনোলজির জুনিয়র ইন্সট্রাক্টর মো: সাদ্দাম হোসেনকে তত্ত্বাবধায়ক করে কমিটি প্রকাশ করা হয়। সভাপতি হিসেবে দায়িত্ব নির্বাচিত হয়েছেন কম্পিউটার টেকনোলজির সপ্তম পর্বের মেধাবী ছাত্র ফয়সাল মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার টেকনোলজির পঞ্চম পর্বের মেধাবী ছাত্র ইয়াসিন আরাফাত।

” Starting With Programming, Victory With Robotics” এই অনন্য শ্লোগানকে সামনে রেখে এলপিআই ইনোভেশন ও রোবটিক্স ক্লাব প্রতিষ্ঠিত হয়। এটি প্রযুক্তি ও উদ্ভাবনের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম। লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রোগ্রামিং, রোবোটিক্স ও প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ করে গড়ে তোলার প্রত্যয়ে এলপিআই ইনোভেশন ও রোবটিক্স ক্লাবের যাত্রা শুরু হয়।

তত্ত্বাবধায়ক মো: সাদ্দাম হোসেন পাবলিকিয়ান টুডে প্রতিনিধিকে বলেন, “লক্ষ্মীপুর পলিটেকনিক ইনোভেশন ও রোবটিক্স ক্লাব আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং প্রযুক্তির প্রতি আগ্রহের একটি প্ল্যাটফর্ম। আমরা নতুন প্রযুক্তি, রোবটিক্স এবং উদ্ভাবনী প্রকল্প নিয়ে কাজ করি। যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা উন্নত করতে এবং বাস্তবজীবনে প্রযুক্তি ব্যবহার করতে শিখবে। আমি গর্বিত যে, আমি এই ক্লাবের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছি এবং আশা করছি, আমাদের ক্লাবের উদ্যোগগুলি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নবনির্বাচিত সভাপতি ফয়সাল মাহমুদ বলেন, “বর্তমান বিশ্বের প্রেক্ষাপটের হিসেবে আমাদের এ ক্লাবটি প্রতিষ্ঠার লক্ষ ছিল। কিন্তু বিভিন্ন কারণে হয়ে উঠেনি। অবশেষে নিজ ক্যাম্পাসে এমন একটি ক্লাবের অংশীদার হতে পেরে আনন্দিত হচ্ছি। আশা রাখছি এর মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জনে আমরা সকলে আরো একধাপ এগিয়ে যেতে সক্ষম হবো। এই ক্লাব কেবল প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের জন্য নয়, বরং যে কেউ এখানে এসে শিখতে ও নতুন কিছু তৈরি করতে পারে। আমরা প্রযুক্তির মাধ্যমে একটি স্মার্ট ও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে চাই।”

উল্লেখ্য, ২০২৫ সালের উপজেলা বিজ্ঞান মেলায় দুটি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে। স্মার্ট অ্যাসিস্ট্যান্টে ১ম স্থান অধিকার এবং LPI Blood Bank এ ১ম রানারআপ হয়।