০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

“আমি ধর্ষিতার ভাই বলছি”

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ১১:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 43

আমার কুমিল্লা তো প্রতিবাদের ঠিকানা।
তবে এই মাটিতে কেন আমার বোন ধর্ষিতা!
যে মাটিতে ধীরেন্দ্রনাথ দত্তের বেড়ে ওঠা,
সেখানেই কেন আজ এতো নিষ্ঠুরতা?

বীরের দেশ কেন ধর্ষণের নগরী?
দিনে রাতে তাই তো হচ্ছে দেখি,
বেলা কাটছে বিচারহীনতায়,
এভাবে আর চলবে কতকাল?

মোরা সমতার কথা বলি,
পশুত্বের বলি আর কবেই বা হলো দেখছি।

অভয়া, তনুরা না হয় ফিরুক,
কালবৈশাখী হয়ে তবে আসুক।
এই লাঞ্চনার বিরুদ্ধে জাতি জাগ্রত হোক।

জানি একদিন এই মাটি,
এই আকাশ গর্জে উঠবে,
ধর্ষকের অস্তিত্বের শিকড়
শূন্যতায় ডুবে যাবে।

আগুনের ন্যায় জ্বলে উঠবে,
অন্যায়ের শিকল ছিঁড়ে দিতে।
আমি কথা দিচ্ছি কথা রাখবো,
ধর্ষণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।

ইকরাম হাসান তাহরিম
সাংবাদিক ও মানবাধিকার কর্মী।

শেয়ার করুন

“আমি ধর্ষিতার ভাই বলছি”

প্রকাশিত: ১১:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

আমার কুমিল্লা তো প্রতিবাদের ঠিকানা।
তবে এই মাটিতে কেন আমার বোন ধর্ষিতা!
যে মাটিতে ধীরেন্দ্রনাথ দত্তের বেড়ে ওঠা,
সেখানেই কেন আজ এতো নিষ্ঠুরতা?

বীরের দেশ কেন ধর্ষণের নগরী?
দিনে রাতে তাই তো হচ্ছে দেখি,
বেলা কাটছে বিচারহীনতায়,
এভাবে আর চলবে কতকাল?

মোরা সমতার কথা বলি,
পশুত্বের বলি আর কবেই বা হলো দেখছি।

অভয়া, তনুরা না হয় ফিরুক,
কালবৈশাখী হয়ে তবে আসুক।
এই লাঞ্চনার বিরুদ্ধে জাতি জাগ্রত হোক।

জানি একদিন এই মাটি,
এই আকাশ গর্জে উঠবে,
ধর্ষকের অস্তিত্বের শিকড়
শূন্যতায় ডুবে যাবে।

আগুনের ন্যায় জ্বলে উঠবে,
অন্যায়ের শিকল ছিঁড়ে দিতে।
আমি কথা দিচ্ছি কথা রাখবো,
ধর্ষণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।

ইকরাম হাসান তাহরিম
সাংবাদিক ও মানবাধিকার কর্মী।