০১:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, পাবনা জেলার সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে পাবিপ্রবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৯:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 26

পাবিপ্রবি প্রতিনিধি, পাবনা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও ইফতার অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) বিকেলে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে পাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিলের সঞ্চালকের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে বিদায়ী কমিটি থেকে নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হয় এবং বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি পাবিপ্রবি প্রেসক্লাবের পক্ষ থেকে বর্ষসেরা রিপোর্টার, বর্ষসেরা ফিচার লেখক এবং বর্ষসেরা উদীয়মান সাংবাদিক হিসেবে তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, শিক্ষার্থীদের গণমাধ্যম চর্চার গুরুত্ব এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব হলো সমাজের দর্পণ। তারা ভালো দিক যেমন তুলে ধরে, তেমনি সমস্যাগুলোও সামনে আনে। প্রেসক্লাব থাকার ফলে অনেক বিষয়, যা হয়তো আমাদের দৃষ্টির বাইরে থেকে যায়, তা আমরা জানতে পারি। আমি বিশ্বাস করি, পাবিপ্রবি প্রেসক্লাব যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে। বিদায়ী কমিটিকে শুভকামনা জানাই এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা রাখি, প্রেসক্লাব ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবিপ্রবি প্রেসক্লাবের উপদেষ্টা ড. রাশেদুল হক, গালিব হাসান, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম আলাউদ্দিন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও পাবনা জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা জালাল উদ্দীন রুমী।

শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, পাবনা জেলার সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে পাবিপ্রবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

পাবিপ্রবি প্রতিনিধি, পাবনা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও ইফতার অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) বিকেলে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে পাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিলের সঞ্চালকের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে বিদায়ী কমিটি থেকে নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হয় এবং বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি পাবিপ্রবি প্রেসক্লাবের পক্ষ থেকে বর্ষসেরা রিপোর্টার, বর্ষসেরা ফিচার লেখক এবং বর্ষসেরা উদীয়মান সাংবাদিক হিসেবে তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, শিক্ষার্থীদের গণমাধ্যম চর্চার গুরুত্ব এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব হলো সমাজের দর্পণ। তারা ভালো দিক যেমন তুলে ধরে, তেমনি সমস্যাগুলোও সামনে আনে। প্রেসক্লাব থাকার ফলে অনেক বিষয়, যা হয়তো আমাদের দৃষ্টির বাইরে থেকে যায়, তা আমরা জানতে পারি। আমি বিশ্বাস করি, পাবিপ্রবি প্রেসক্লাব যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে। বিদায়ী কমিটিকে শুভকামনা জানাই এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা রাখি, প্রেসক্লাব ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবিপ্রবি প্রেসক্লাবের উপদেষ্টা ড. রাশেদুল হক, গালিব হাসান, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম আলাউদ্দিন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও পাবনা জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা জালাল উদ্দীন রুমী।