পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র হামলা, জিম্মি করেছে বেলুচ লিবারেশন আর্মি
- প্রকাশিত: ১০:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / 28
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি ট্রেনে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলা চালিয়ে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয় এবং যাত্রীদের জিম্মি করে।
স্থানীয় সময় মঙ্গলবার বেলুচিস্তানের বোলান এলাকায় কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনে এই হামলা চালানো হয়। বিএলএ এক বিবৃতিতে জানিয়েছে, হামলার আগে তারা রেললাইনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের দাবি, ট্রেনটি এখন সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
পাকিস্তানের পুলিশ জানিয়েছে, হামলায় ট্রেনের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। জিম্মিদের উদ্ধারে সেনা অভিযান পরিচালনার জন্য হেলিকপ্টারও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা।
বেলুচিস্তান সরকারের একজন মুখপাত্র স্থানীয় দৈনিক ডন-কে জানিয়েছেন, ট্রেনটিতে “তীব্র গুলিবর্ষণের” ঘটনা ঘটেছে। এএফপি সংবাদ সংস্থার বরাত দিয়ে এক পুলিশ কর্মকর্তা জানান, ট্রেনটি পাহাড়বেষ্টিত এলাকায় একটি সুড়ঙ্গের ঠিক আগে আটকে রয়েছে।
হামলাকারী গোষ্ঠী বিএলএ এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু যাত্রীকে জিম্মি করে রেখেছে। যাত্রীদের উদ্ধারে কোনো সামরিক অভিযান চালানো হলে “ভয়াবহ পরিণতি” হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নওয়াজ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুততম সময়ে যাত্রীদের নিরাপদ উদ্ধারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছেন।