রাবিপ্রবি দাওয়াহ্ সার্কেলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
- প্রকাশিত: ০৮:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 17
রাবিপ্রবি দাওয়াহ্ সার্কেলের আয়োজনে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র হলে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। ১৪ মার্চ (শুক্রবার) এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু করা হয়। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম এর দাওয়াহ্ এন্ড কোরানিক সায়েন্স এর লেকচারার জনাব নাজিম উদ্দীন। এসময় তিনি রমজান মাসের ফজিলত নিয়ে শিক্ষার্থীদের সাথে বিস্তারিত আলোচনা করেন।
উক্ত দোয়া মাহফিলে দেশবাসী মঙ্গল কামনায় এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির দ্বারা অক্ষুণ্ণ রাখতে দোয়া করা হয়। মাহফিলে সঞ্চালনা করেন মোঃ সাওবান।
উল্লেখ্য, রাবিপ্রবি দাওয়াহ্ সার্কেল কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহন লক্ষ্য করা যায়। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এই ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।