আট মাসের শিশুর হাত-পা ভেঙ্গে পালিয়েছে গর্ভধারিণী মা
- প্রকাশিত: ০৩:০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / 71
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নে ৮ মাসের এক শিশুর দুই হাত ও একটি পা ভেঙে যাওয়ার ঘটনায় শিশুটির মায়ের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সঙ্গে জামপুর ইউনিয়নের শেখেরহাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরাইয়ার বিয়ে হয় পাঁচ বছর আগে। তাদের সংসারে সামির আহমেদ (৪) ও সিজান আহমেদ (৮ মাস) নামে দুই সন্তান রয়েছে।
গত ১৩ মার্চ ৮ মাসের শিশু সিজানের দুই হাত ও একটি পা ভাঙার ঘটনা ঘটে। পরে তার মা সন্তানকে ফেলে বাবার বাড়িতে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত শিশুটি বর্তমানে প্রচণ্ড যন্ত্রণায় দিন কাটাচ্ছে এবং বাবার কোল ছাড়া শান্ত হচ্ছে না।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিশুটি হাতে-পায়ে প্লাস্টার নিয়ে শুয়ে আছে, আর তার বাবা আশরাফুল কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলেন, “ছোটখাটো বিষয়ে তর্ক হলেই আমার স্ত্রী আমাকে ও আমার মাকে মারধর করত। কিন্তু সন্তানদের কথা ভেবে এতদিন কিছু বলিনি। এখন দেখি, সে সুযোগ পেলে আমার সন্তানদের মেরেও ফেলতে পারে। তাই নিরাপত্তার জন্য থানায় অভিযোগ করেছি।”
তিনি আরও জানান, রাতে প্রায়ই তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ পর ফিরে আসতেন এবং এরপরই নানা অঘটন ঘটত।
এলাকাবাসী জানায়, সুরাইয়ার স্বামী ও শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ ছিল বলে অভিযোগ রয়েছে। তবে একটি ছোট শিশুর ওপর এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”