০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে বাড়ি ফেরা হলো না নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ শ্রমিক ইব্রাহীমের

অনিরুদ্ধ সাজ্জাদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • প্রকাশিত: ০৯:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 26

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঈদের ছুটিতে বাড়ি ফেরার কথা থাকলেও তার আগেই মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন তিনি।

রোববার (২২ মার্চ) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১০ তলা ইউটিলিটি ভবনে কাজ করার সময় নিচে পড়ে যান ইব্রাহীম (৩০)। দ্রুত তাঁকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইব্রাহীমের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, “নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এদিকে, ভবন নির্মাণকাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এম.কে.টি.এন.এইচ.ই.জি.বি-র কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহীম রহমান বলেন, “কয়েকদিন পরেই ঈদ, পরিবার হয়ত অপেক্ষায় ছিল। কিন্তু এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা দরকার।”

শেয়ার করুন

ঈদে বাড়ি ফেরা হলো না নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ শ্রমিক ইব্রাহীমের

প্রকাশিত: ০৯:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঈদের ছুটিতে বাড়ি ফেরার কথা থাকলেও তার আগেই মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন তিনি।

রোববার (২২ মার্চ) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১০ তলা ইউটিলিটি ভবনে কাজ করার সময় নিচে পড়ে যান ইব্রাহীম (৩০)। দ্রুত তাঁকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইব্রাহীমের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, “নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এদিকে, ভবন নির্মাণকাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এম.কে.টি.এন.এইচ.ই.জি.বি-র কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহীম রহমান বলেন, “কয়েকদিন পরেই ঈদ, পরিবার হয়ত অপেক্ষায় ছিল। কিন্তু এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা দরকার।”