১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষা: ৩৪ দিন বন্ধ থাকবে কোচিং

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ১০:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 31

মুনতাসির মাহমুদ সিয়াম

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে ৩৪ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সময় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা বলবৎ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব ইয়ানুর রহমান জানিয়েছেন, ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ সংক্রান্ত পরিপত্রও জারি করা হয়েছে।

আরও পড়ুন : প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর, ভোটাধিকার ১৬ বছর—এনসিপির প্রস্তাব

এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল, যা চলবে ১৩ মে পর্যন্ত। পরীক্ষার সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে পূর্ণ নম্বর ও সময়ে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পক্ষ থেকে পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা সংবলিত পরিপত্র জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসকদের কাছে নির্দেশনাগুলো পাঠিয়েছে।

পাবলিকিয়ান টুডে/ এম

শেয়ার করুন

এসএসসি পরীক্ষা: ৩৪ দিন বন্ধ থাকবে কোচিং

প্রকাশিত: ১০:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

মুনতাসির মাহমুদ সিয়াম

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে ৩৪ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সময় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা বলবৎ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব ইয়ানুর রহমান জানিয়েছেন, ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ সংক্রান্ত পরিপত্রও জারি করা হয়েছে।

আরও পড়ুন : প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর, ভোটাধিকার ১৬ বছর—এনসিপির প্রস্তাব

এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল, যা চলবে ১৩ মে পর্যন্ত। পরীক্ষার সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে পূর্ণ নম্বর ও সময়ে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পক্ষ থেকে পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা সংবলিত পরিপত্র জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসকদের কাছে নির্দেশনাগুলো পাঠিয়েছে।

পাবলিকিয়ান টুডে/ এম