মাভাবিপ্রবিতে সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশিত: ০৯:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 24
টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (মাভাবিপ্রবিসাস) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ শে মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (মাভাবিপ্রবিসাস) রুমে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি বিজয় সরকার, সাধারণ সম্পাদক এসএম জাহিদ হোসেন, সহ-সভাপতি মো. হৃদয় হোসাইন,যুগ্ম সাধারণ সম্পাদক মো. এরশাদ,দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল ইসলাম ভুইঁয়া, কার্যকরী সদস্য হৃদয় হাসান সহ সকল সদস্যবৃন্দ।
সাংবাদিক সমিতি সহ সভাপতি মো: হ্নদয় হোসাইন বলেন ,আজকের এই ইফতার মাহফিলে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত। সাংবাদিকতা শুধু একটি পেশা নয় এটি সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পথে থেকে বিশ্ববিদ্যালয়ের সঠিক চিত্র তুলে ধরা আমাদের প্রধান দায়িত্ব।
সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আরো এগিয়ে যাবে।
রায়হান আহমেদ,মাভাবিপ্রবি প্রতিনিধি