হঠাৎ বেরোবির আবাসিক হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ
- প্রকাশিত: ০৩:২৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / 20
-বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন আকস্মিকভাবে সকল আবাসিক হল বন্ধের ঘোষণা দিয়েছে, যা শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুমাতুল বিদা, শবে কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত হলসমূহ বন্ধ থাকবে।
তবে হঠাৎ এ সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, সাধারণত এমন ছুটিতে হল বন্ধ থাকে না। অনেকের বাড়ি দূরে হওয়ায় তারা হলে থেকে চাকরির প্রস্তুতি নেন বা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন। বিশ্ববিদ্যালয়ের আশপাশের বেশিরভাগ মেসও বন্ধ, ফলে শিক্ষার্থীরা এখন কোথায় যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
আরও পড়ুন : তারেক রহমানের নির্দেশনায় রূপগঞ্জে ঈদ উপহারসামগ্রী বিতরণ
শিক্ষার্থী মিলন চন্দ্র বর্মন প্রশ্ন তুলেছেন, যদি হল বন্ধ করা হয়, তাহলে শিক্ষকদের আবাসিক কোয়ার্টারও বন্ধের নোটিশ দেওয়া উচিত। আরেক শিক্ষার্থী, মাইদুল ইসলাম, প্রশাসনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেছেন, ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের বিষয়টিও প্রশাসন বিবেচনায় নেয়নি। তিনি অভিযোগ করেন, প্রতিবছর ঈদসহ বিভিন্ন উৎসবে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বাজেট রাখা হয়, যা এবার ব্যবহৃত হচ্ছে না।
শহীদ মুখতার ইলাহী হলে অবস্থানরত শিক্ষার্থী ও রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব মো. নয়ন বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার, যখন ঈদ উপলক্ষে হল বন্ধ করা হলো। তিনি বলেন, হলে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থী, উপজাতি ও ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা থাকেন, তাদের জন্য এ সিদ্ধান্ত বড় সমস্যা তৈরি করবে।
এ প্রসঙ্গে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামারুজ্জামান জানিয়েছেন, প্রশাসন ও প্রভোস্ট বডির সঙ্গে আলোচনা করেই হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, অধিকাংশ শিক্ষার্থী রংপুরের আশপাশের বাসিন্দা এবং তারা হল ছাড়তে সম্মত হয়েছেন।
অন্যদিকে, বিজয়-২৪ হলের প্রভোস্ট আমির শরিফ জানিয়েছেন, দেশের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদ বলেন, অধিকাংশ শিক্ষার্থী ঈদের আগে হল ছেড়ে যাচ্ছেন, তাই হল বন্ধের নোটিশ দেওয়া হয়েছে যাতে কেউ ছুটির মধ্যে ফিরে না আসে।
পাবলিকিয়ান টুডে/ এম