রূপগঞ্জে পাঁচশ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
- প্রকাশিত: ০৪:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / 22
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচশ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মরহুম শওকত আলীর স্মরণে বিশিষ্ট সমাজসেবক শওকত আলী রিয়াজের পক্ষ থেকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর দেওয়ানবাড়ী এলাকার ৫শত পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, তেল, সেমাই, লবণ, আলু, দুধ ও পেঁয়াজ।
আরও পড়ুন : তারেক রহমানের নির্দেশনায় রূপগঞ্জে ঈদ উপহারসামগ্রী বিতরণ
এ সময় উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ আলী, মামুন, সোহাগসহ আরো অনেকে।
এসময় বিশিষ্ট সমাজসেবক শওকত আলী রিয়াজ তার বক্তব্যে বলেন, বিগত বছরগুলোতে এই এলাকার সাধারণ গরীব অসহায় মানুষ কোন সাহায্য সহায়তা পাইনি। ঈদের দিন অনেকের ঘরে রান্না পর্যন্ত হয়নি। খেয়ে না খেয়ে কোনো রকম দিনযাপন করেছে। তবে এখন থেকে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের কোন অসহায় হতদরিদ্র মানুষের না খেয়ে ঈদ উদ্যাপন করতে হবে না। তিনি আরো বলেন এখন থেকে আমরা মুড়াপাড়া এলাকার সাধারণ অসহায় হতদরিদ্র পরিবারকে সাথে নিয়েই ঈদ উদ্যাপন করবো এবং আমাদের এই ঈদ উপহার সামগ্রী বিতরণী কার্যক্রম চলমান থাকবে।
পাবলিকিয়ান টুডে/ এম