মার্চ ফর গাজা কর্মসূচিতে এক হলো শিক্ষার্থীরা, কিন্তু নিরাপত্তার অজুহাতে মিললো না বাস
- প্রকাশিত: ১২:০০:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / 165
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকায় “March for Gaza” কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ক্যাম্পাস বাসের আবেদন করলেও, শেষপর্যন্ত সেই অনুরোধে সাড়া দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌকির আহমেদ তার একটি পোস্টে জানান, ঢাকায় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অন্তত ৯৭ জন শিক্ষার্থী ভোট দিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন, যা স্পষ্টতই অন্তত দুইটি বাসের প্রয়োজনীয়তা তুলে ধরে। প্রশাসনের সঙ্গে সরাসরি দেখা করে অনুরোধ করা হলেও, তারা নিরাপত্তা ইস্যুকে সামনে এনে বাস দেওয়ার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করেন। এমনকি, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়ভার শিক্ষার্থীরা নেবে কিনা — এমন প্রশ্নও করা হয়।
শিক্ষার্থীরা জানান, যদি কেউ স্বেচ্ছায় ও নিজ দায়িত্বে কর্মসূচিতে যেতে চায়, তবে প্রশাসনের কোনো আপত্তি নেই। তবে সংহতির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাসে সম্মিলিতভাবে যাওয়ার যে চেষ্টা ছিল, তা কোনোভাবেই তারা সমর্থন করতে রাজি হননি।
তৌকির আহমেদ বলেন, “আমি পূর্বের পোস্ট করার জন্য দুঃখিত। আমরা কয়েকজন মিলে প্রশাসনের সঙ্গে কথা বলেও অন্তত একটি বাস ম্যানেজ করতে পারলাম না। তবে যাঁরা এখনো যেতে ইচ্ছুক, তাঁরা চাইলে আমরা ক্যাম্পাস থেকে একসাথে যেতে পারি—নিজ খরচে।”
তিনি আরও বলেন, “আমরা চেয়েছিলাম মাভাবিপ্রবি থেকে সম্মিলিতভাবে প্রতিনিধিত্ব করতে। অনেক শিক্ষার্থী একসাথে গেলে ক্যাম্পাসের ঐক্য আরও সুদৃঢ় হতো। আমরা দমে যাই না, আমরা দম হারাবো না ইনশাআল্লাহ।”
এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, মুসলিম উম্মাহর সদস্য হিসেবে নিজের অবস্থান থেকে সংহতি জানানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেজন্যই তারা যাচ্ছেন। “নিশ্চয়ই, আল্লাহ ধৈর্য ধারণকারীদের ভালোবাসেন”—এই আয়াত দিয়েই তিনি তার বক্তব্য শেষ করে।