হাবিপ্রবিতে মহাসমারোহে উদ্যাপিত হয়েছে শুভ জন্মাষ্টমী
- প্রকাশিত: ১১:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / 220
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে শনিবার (আজকে) ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। ক্যাম্পাসের প্রশাসনিক ভবন থেকে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ, বৈদিক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দিন ভক্তদের উপস্থিতিতে ছড়িয়েছে আনন্দ ও উচ্ছ্বাস।
আজ শনিবার (১৬ আগস্ট ), শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি। পঞ্জিকা অনুসারে,এবারের শুভ জন্মাষ্টমী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের পালিত হচ্ছে। দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ দিনটি পালন করেন আমাদের হিন্দু (সনাতনী) সম্প্রদায়।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকাল ১০:০০ টায় শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, যেখানে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ কর্মসূচি, ভক্তিমূলক গান ও নৃত্য মিলে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।
বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল ১০টায় প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে। সেখান থেকে শোভাযাত্রা দশতলা ভবনের সামনে দিয়ে প্রধান ফটকে পদার্পণ করে। পরবর্তীতে শোভাযাত্রাটি প্রধান সড়ক বরাবর এগিয়ে যায় DVM গেটের দিকে। সবশেষে শোভাযাত্রাটি DVM গেট হয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সকাল ১১টায় শ্রীকৃষ্ণের পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়, ভক্তরা ফুল দিয়ে ভগবানকে প্রণাম জানান। সকাল ১২টায় বিতরণ করা হয় প্রসাদ, যা ভক্তদের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে।বিকাল ৪:৩০ মিনিটে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।
বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয় বৈদিক আলোচনা সভা ও বক্তব্য প্রদান অনুষ্ঠান, যেখানে জন্মাষ্টমী পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ শ্রীপতি সিকদার স্যার (CPE)।
প্রফেসর ডঃ শ্রীপতি সিকদার স্যার তার বক্তৃতায় বলেন, আজকে শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি, আজকের এই পবিত্র তিথিতে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। শ্রীকৃষ্ণ ঠিক তখনই পৃথিবীতে অবতীর্ণ হন যখন পৃথিবীতে মহাসংকট উপস্থিত হয়। তিনি সর্বদাই দুষ্টের দমন ও সৃষ্টের পালন করে থাকেন। শ্রীকৃষ্ণের এই জন্ম তিথিকেই আমরা শুভ জন্মাষ্টমী নামে অবহিত করি এবং এই শুভ জন্মাষ্টমী আমাদের ক্যাম্পাসে মহাসমারোহে পালন করা হয়।
এছাড়াও তিনি আরো বিভিন্ন শ্লোক ও ধর্মীয় নীতিমূলক বাক্যের মাধ্যমে তার বক্তব্য শেষ করেন।
বিকেল ৫:৩০ মিনিটে কমিটি হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়,SVS এর নতুন কমিটির সভাপতি হয় শ্রী রিপন চন্দ্র সেন (এগ্রিকালচার – ২১) এবং সাধারণ সম্পাদক পবিত্র চন্দ্র রায় (ফিশারিজ -২২)।এরপর সন্ধ্যা ৬টায় শুরু হয় বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যা ভক্তদের মনে রেখাপাত ও আনন্দের ছাপ রেখে যায়। পুরো অনুষ্ঠান শেষ হয় রাত ৮:৩০ মিনিটে মন্দির প্রস্থান মাধ্যমে।
আয়োজকদের পক্ষ থেকে সনাতনী বিদ্যার্থী সংসদ(SVS) এর সভাপতি সজীব রায়(সদ্য-সাবেক) ও সাধারণ সম্পাদক সোনাকান্ত রায়(সদ্য-সাবেক) সকলকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান । অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি।
সনাতনী বিদ্যার্থী সংসদ (SVS) এ উপলক্ষ্যে ১৬ আগস্ট দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্য রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।