১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে প্রকৌশল শিক্ষার্থীদের মহাসমাবেশ: তিন দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

ক্যাম্পাস ডেস্ক
  • প্রকাশিত: ০৮:১৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 78

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে প্রকৌশলী অধিকার আন্দোলনের অংশ হিসেবে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অংশগ্রহণ করেন।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে রুয়েটের কেন্দ্রীয় পাঠাগার চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট অতিক্রম করে প্রশাসনিক ভবনের সামনে যায় এবং পরে প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে অবস্থান নেয়।

সমাবেশে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন— “ডিপ্লোমা টেকনিশিয়ান দিয়ে যেমন ইঞ্জিনিয়ারিংয়ের ডিজাইন ও বাস্তবায়ন সম্ভব নয়, তেমনি প্রকৌশলীদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” তিনি শিক্ষার্থীদের ওপর যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন— “শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি আমরা সহানুভূতিশীল। তবে আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে এবং বিভ্রান্তি সৃষ্টিকারী কোনো শক্তিকে সুযোগ দেওয়া যাবে না।”

আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবি উপস্থাপন করেন:
১. সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) পদে নিয়োগের ক্ষেত্রে কেবল বিএসসি ডিগ্রিধারীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে; কোটা বা সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না।
২. উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
৩. বিএসসি ছাড়া কেউ যেন ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে না পারে, সে বিষয়ে আইন প্রণয়ন ও গেজেট প্রকাশ করতে হবে।

মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার শিক্ষার্থী এ মহাসমাবেশে যোগ দেন। তারা কোটা সংস্কার এবং প্রকৌশলীদের মেধার সঠিক মূল্যায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

পাবলিকিয়ান টুডে/ এম

শেয়ার করুন

রাজশাহীতে প্রকৌশল শিক্ষার্থীদের মহাসমাবেশ: তিন দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

প্রকাশিত: ০৮:১৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে প্রকৌশলী অধিকার আন্দোলনের অংশ হিসেবে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অংশগ্রহণ করেন।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে রুয়েটের কেন্দ্রীয় পাঠাগার চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট অতিক্রম করে প্রশাসনিক ভবনের সামনে যায় এবং পরে প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে অবস্থান নেয়।

সমাবেশে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন— “ডিপ্লোমা টেকনিশিয়ান দিয়ে যেমন ইঞ্জিনিয়ারিংয়ের ডিজাইন ও বাস্তবায়ন সম্ভব নয়, তেমনি প্রকৌশলীদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” তিনি শিক্ষার্থীদের ওপর যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন— “শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি আমরা সহানুভূতিশীল। তবে আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে এবং বিভ্রান্তি সৃষ্টিকারী কোনো শক্তিকে সুযোগ দেওয়া যাবে না।”

আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবি উপস্থাপন করেন:
১. সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) পদে নিয়োগের ক্ষেত্রে কেবল বিএসসি ডিগ্রিধারীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে; কোটা বা সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না।
২. উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
৩. বিএসসি ছাড়া কেউ যেন ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে না পারে, সে বিষয়ে আইন প্রণয়ন ও গেজেট প্রকাশ করতে হবে।

মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার শিক্ষার্থী এ মহাসমাবেশে যোগ দেন। তারা কোটা সংস্কার এবং প্রকৌশলীদের মেধার সঠিক মূল্যায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

পাবলিকিয়ান টুডে/ এম