০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

মোঃ মাহমুদুল হাসান, গবি প্রতিনিধি
  • প্রকাশিত: ০৮:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 10

বর্ণাঢ্য আয়োজনে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভাগ এবং খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান বলেন, ‘সুন্দর মন এবং সুস্থ শরীর গড়তে খেলাধুলা কার্যকর একটি উপাদান। প্রতিযোগিতায় হারজিত থাকবেই। সবকিছুর ঊর্ধ্বে একটি সুষ্ঠু এবং সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘খেলাধুলা গণ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর খেলাধুলার প্রতি অন্যরকম এক ঝোঁক ছিল। তিনি পড়ালেখার পাশাপাশি খেলাধুলা প্রাধান্য দিতেন। উনার সবচেয়ে প্রিয় খেলা ছিল কাবাডি এর জন্য আমরা অন্য খেলার সাথে কাবাডিও যুক্ত রাখতাম কিন্তু সময় সংকুলান না হওয়ার জন্য আমরা একটি খেলার আয়োজন করে থাকি।’

আরও পড়ুন: রাজশাহীতে প্রকৌশল শিক্ষার্থীদের মহাসমাবেশ: তিন দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

তিনি আরও বলেন, ‘গত বছর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমার প্রত্যাশা থাকবে এবার এমন কিছু না হোক, এ বছর খুব সুষ্ঠুভাবে খেলা সম্পূর্ণ হোক। এজন্য শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লীষ্ট সকলের সহযোগিতা কাম্য।’

উদ্বোধনী দিনেই ছাত্রদের ফুটবল খেলায় ১ম ম্যাচ অনুষ্ঠিত হয় আইন বিভাগ বনাম মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ। যেখানে ১-০ গোলে জয় লাভ করে মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ। অপরদিকে ২য় ম্যাচ অনুষ্ঠিত হয় বাংলা বিভাগ বনাম বিবিএ বিভাগের মধ্যে। যেখানে ৭-০ গোলের বড় ব্যবধানে জয় পায় বাংলা বিভাগ।

উল্লেখ্য, এবারের আয়োজনে ছাত্রদের মোট ১৭টি বিভাগ এবং ছাত্রীদের মোট ১৪টি বিভাগ অংশগ্রহণ করছে। আয়োজকরা জানিয়েছেন, প্রতি বিভাগে ২ জনের বেশি খেলোয়াড় কোটায় ভর্তিকৃত শিক্ষার্থী (ছেলে ও মেয়ে) অংশগ্রহণ করবতে পারবে না। আগামী ৪ সেপ্টেম্বর এই ফুটবল প্রতিযোগিতার পর্দা নামবে।

পাবলিকিয়ান টুডে/ এম

শেয়ার করুন

গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

প্রকাশিত: ০৮:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভাগ এবং খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান বলেন, ‘সুন্দর মন এবং সুস্থ শরীর গড়তে খেলাধুলা কার্যকর একটি উপাদান। প্রতিযোগিতায় হারজিত থাকবেই। সবকিছুর ঊর্ধ্বে একটি সুষ্ঠু এবং সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘খেলাধুলা গণ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর খেলাধুলার প্রতি অন্যরকম এক ঝোঁক ছিল। তিনি পড়ালেখার পাশাপাশি খেলাধুলা প্রাধান্য দিতেন। উনার সবচেয়ে প্রিয় খেলা ছিল কাবাডি এর জন্য আমরা অন্য খেলার সাথে কাবাডিও যুক্ত রাখতাম কিন্তু সময় সংকুলান না হওয়ার জন্য আমরা একটি খেলার আয়োজন করে থাকি।’

আরও পড়ুন: রাজশাহীতে প্রকৌশল শিক্ষার্থীদের মহাসমাবেশ: তিন দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

তিনি আরও বলেন, ‘গত বছর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমার প্রত্যাশা থাকবে এবার এমন কিছু না হোক, এ বছর খুব সুষ্ঠুভাবে খেলা সম্পূর্ণ হোক। এজন্য শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লীষ্ট সকলের সহযোগিতা কাম্য।’

উদ্বোধনী দিনেই ছাত্রদের ফুটবল খেলায় ১ম ম্যাচ অনুষ্ঠিত হয় আইন বিভাগ বনাম মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ। যেখানে ১-০ গোলে জয় লাভ করে মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ। অপরদিকে ২য় ম্যাচ অনুষ্ঠিত হয় বাংলা বিভাগ বনাম বিবিএ বিভাগের মধ্যে। যেখানে ৭-০ গোলের বড় ব্যবধানে জয় পায় বাংলা বিভাগ।

উল্লেখ্য, এবারের আয়োজনে ছাত্রদের মোট ১৭টি বিভাগ এবং ছাত্রীদের মোট ১৪টি বিভাগ অংশগ্রহণ করছে। আয়োজকরা জানিয়েছেন, প্রতি বিভাগে ২ জনের বেশি খেলোয়াড় কোটায় ভর্তিকৃত শিক্ষার্থী (ছেলে ও মেয়ে) অংশগ্রহণ করবতে পারবে না। আগামী ৪ সেপ্টেম্বর এই ফুটবল প্রতিযোগিতার পর্দা নামবে।

পাবলিকিয়ান টুডে/ এম