রাকসুর প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন নিশা আক্তার
- প্রকাশিত: ০৯:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 76
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসুর) প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র নিয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোছা. নিশা আক্তার। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে ‘নারী বিষয়ক সম্পাদক’ পদে মনোনয়ন নিয়েছেন।
আজ রোববার (২৪ আগস্ট) রাকসু কার্যালয় থেকে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমানের কাছ থেকে তিনি মনোনয়ন পত্র গ্রহণ করেন।
সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ মনোনয়ন বিতরণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র দেওয়া হচ্ছে রাকসু কার্যালয়ে এবং হল সংসদের মনোনয়ন পত্র নিজ নিজ হল থেকে নিতে পারবেন প্রার্থীরা।
মনোনয়ন নেওয়ার পর তিনি বলেন, নারী শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে আগ্রহী করার উদ্দেশ্যে আমি প্রথম নারী শিক্ষার্থীদের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমার প্রত্যাশা হলো নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের পূর্ণ আবাসিকতার সুযোগ সৃষ্টি করা, হলের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন করা এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আকাঙ্ক্ষা প্রশাসনের কাছে তুলে ধরা।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি বিশ্বাস করি, সাধারণ শিক্ষার্থীরা আমাকে নারী প্রার্থী হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
পাবলিকিয়ান টুডে/ এম