নবীন শিক্ষার্থীদের বরণ করলো রাজশাহী কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগ
- প্রকাশিত: ০৬:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / 30
রাজশাহী কলেজে শুরু হয়েছে নবীনবরণ অনুষ্ঠান। এর অংশ হিসেবে সোমবার (২৫ আগস্ট) দুপুর ১টায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান মোসা. নাসিমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলি। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
ফুল, ফাইল ও শুভেচ্ছা বার্তা দিয়ে নবীনদের বরণ করা হয়। পাশাপাশি শিক্ষক ও প্রবীণ শিক্ষার্থীরা নবীনদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী তাঁর বক্তব্যে বলেন, “জেন-জি প্রজন্মের শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমাদের মুগ্ধ করেছে। গবেষণা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হলেও শিগগিরই তা চালু হবে। উদ্ভিদবিজ্ঞান বিভাগকে আপন করে নিয়ে এগিয়ে যেতে হবে।”
উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলি নবীনদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হলেও হতাশ হওয়ার কিছু নেই। রাজশাহী কলেজের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম করলে স্বপ্ন পূরণ সম্ভব, বরং আরও ভালো কিছু অর্জন করা যায়।”
এছাড়া তিনি শিক্ষার্থীদের নিয়মকানুন মেনে নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
ইতিপূর্বে ক্লাস শুরু হলেও নবীনবরণের পর আগামীকাল থেকে নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
পাবলিকিয়ান টুডে/ এম