০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গোবিপ্রবিতে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ

মোঃ শাকিল শাহরিয়ার, গোবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত: ০৬:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 25

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রকৌশলী অনুষদের শিক্ষার্থীরা আজ দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।

ন্যায্য ৩ দফা দাবির পক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, প্রকৌশলীরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হলেও দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তাই প্রকৌশলীদের মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষায় এ আন্দোলন তাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবি

১️. সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক
৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান পদ)– এ প্রবেশের জন্য সমানভাবে নিয়োগ পরীক্ষা গ্রহণ করতে হবে। ন্যূনতম যোগ্যতা হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কোটার মাধ্যমে কিংবা সমমানের নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ সম্পূর্ণ বাতিল করতে হবে।

২️. ডিপ্লোমা কোটা বাতিল
১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ)– এ ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বরাদ্দ ১০০% কোটা বাতিল করতে হবে। শিক্ষার্থীরা বলেন, এ পদে ন্যূনতম যোগ্যতা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তবে বিএসসি ও এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

৩️. “ইঞ্জিনিয়ার” পদবির সঠিক ব্যবহার
শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রকৌশলীরাই নামের আগে “ইঞ্জিনিয়ার” পদবি ব্যবহার করতে পারবেন। অন্য কেউ এ পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “আমরা ভবিষ্যতের প্রকৌশলী। আমাদের ন্যায্য দাবি পূরণ না হলে আমরা লাগাতার কর্মসূচিতে যেতে বাধ্য হবো। প্রকৌশলীদের মর্যাদা ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে।”

সমাবেশ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, দ্রুত দাবি পূরণ না হলে তারা পরবর্তী ধাপে মানববন্ধন, অবস্থান কর্মসূচি এবং সর্বশেষ কর্মবিরতি ও লাগাতার আন্দোলনের মতো কঠোর কর্মসূচি হাতে নেবেন।

পাবলিকিয়ান টুডে/ এম

শেয়ার করুন

গোবিপ্রবিতে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রকৌশলী অনুষদের শিক্ষার্থীরা আজ দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।

ন্যায্য ৩ দফা দাবির পক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, প্রকৌশলীরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হলেও দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তাই প্রকৌশলীদের মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষায় এ আন্দোলন তাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবি

১️. সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক
৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান পদ)– এ প্রবেশের জন্য সমানভাবে নিয়োগ পরীক্ষা গ্রহণ করতে হবে। ন্যূনতম যোগ্যতা হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কোটার মাধ্যমে কিংবা সমমানের নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ সম্পূর্ণ বাতিল করতে হবে।

২️. ডিপ্লোমা কোটা বাতিল
১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ)– এ ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বরাদ্দ ১০০% কোটা বাতিল করতে হবে। শিক্ষার্থীরা বলেন, এ পদে ন্যূনতম যোগ্যতা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তবে বিএসসি ও এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

৩️. “ইঞ্জিনিয়ার” পদবির সঠিক ব্যবহার
শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রকৌশলীরাই নামের আগে “ইঞ্জিনিয়ার” পদবি ব্যবহার করতে পারবেন। অন্য কেউ এ পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “আমরা ভবিষ্যতের প্রকৌশলী। আমাদের ন্যায্য দাবি পূরণ না হলে আমরা লাগাতার কর্মসূচিতে যেতে বাধ্য হবো। প্রকৌশলীদের মর্যাদা ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে।”

সমাবেশ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, দ্রুত দাবি পূরণ না হলে তারা পরবর্তী ধাপে মানববন্ধন, অবস্থান কর্মসূচি এবং সর্বশেষ কর্মবিরতি ও লাগাতার আন্দোলনের মতো কঠোর কর্মসূচি হাতে নেবেন।

পাবলিকিয়ান টুডে/ এম