০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বৈশ্বিক উষ্ণতা রোধে গোবিপ্রবিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহতী কার্যক্রম

মোঃ শাকিল শাহরিয়ার, গোবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত: ১১:৩৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 367

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রাঙ্গণে আজ আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো “বৃক্ষরোপণ কর্মসূচি-২৫”। কর্মসূচির আওতায় ক্যাম্পাসে চারশতাধিক ফলদ, ঔষধি, ফুল ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হোসেন উদ্দীন শেখর। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন—পরিবেশ রক্ষায় এমন কার্যক্রম ভবিষ্যত প্রজন্মের জন্য আশীর্বাদ হয়ে থাকবে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল প্রতিনিধি মোহাম্মদ নূরুদ্দীন শহীদ জানান, এ বছর ফাউন্ডেশন দেশের ৬৪টি জেলায় এক লক্ষ আশি হাজারেরও বেশি বৃক্ষরোপণ করেছে। তিনি আরও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক উষ্ণতা রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

কর্মসূচিতে গোবিপ্রবির বিভিন্ন বিভাগের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন, “আমরা বিশ্বাস করি আজকের এই বৃক্ষরোপণ শুধু বিশ্ববিদ্যালয় নয়, আমাদের সমাজ ও দেশের পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে যুক্ত হতে চাই।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রোভার স্কাউট গ্রুপ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবসেবা বিভাগের জুনিয়র প্রজেক্ট এক্সিকিউটিভ মোহাম্মদ নূরুদ্দীন শহীদ।

পাবলিকিয়ান টুডে/ এম

শেয়ার করুন

বৈশ্বিক উষ্ণতা রোধে গোবিপ্রবিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহতী কার্যক্রম

প্রকাশিত: ১১:৩৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রাঙ্গণে আজ আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো “বৃক্ষরোপণ কর্মসূচি-২৫”। কর্মসূচির আওতায় ক্যাম্পাসে চারশতাধিক ফলদ, ঔষধি, ফুল ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হোসেন উদ্দীন শেখর। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন—পরিবেশ রক্ষায় এমন কার্যক্রম ভবিষ্যত প্রজন্মের জন্য আশীর্বাদ হয়ে থাকবে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল প্রতিনিধি মোহাম্মদ নূরুদ্দীন শহীদ জানান, এ বছর ফাউন্ডেশন দেশের ৬৪টি জেলায় এক লক্ষ আশি হাজারেরও বেশি বৃক্ষরোপণ করেছে। তিনি আরও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক উষ্ণতা রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

কর্মসূচিতে গোবিপ্রবির বিভিন্ন বিভাগের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন, “আমরা বিশ্বাস করি আজকের এই বৃক্ষরোপণ শুধু বিশ্ববিদ্যালয় নয়, আমাদের সমাজ ও দেশের পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে যুক্ত হতে চাই।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রোভার স্কাউট গ্রুপ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবসেবা বিভাগের জুনিয়র প্রজেক্ট এক্সিকিউটিভ মোহাম্মদ নূরুদ্দীন শহীদ।

পাবলিকিয়ান টুডে/ এম