চট্টগ্রামের সাতকানিয়ায় ভিক্ষুক সেজে চুরির অভিযোগে তসলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি চালিয়ে চার ভরি স্বর্ণ ও সাড়ে চার লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, তসলিমা দীর্ঘদিন ধরে ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় চুরি করতেন। গত বৃহস্পতিবার লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরার ব্যাগ থেকে ২ ভরি স্বর্ণ কৌশলে হাতিয়ে নেন তিনি। মামলা হওয়ার পর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করা হয়।
গ্রেপ্তারকৃত তসলিমাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।