১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

মোঃ মাহমুদুল হাসান, গবি প্রতিনিধি
  • প্রকাশিত: ০৭:৫৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / 28

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে মূল ফটক অভিমুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন— “বাকৃবিতে হামলা কেন, জবাব চাই জবাব চাই”, “প্রশাসনের দালালেরা হুঁশিয়ার সাবধান”, “আমার ভাইবোনেরা রক্তাক্ত কেন, জবাব চাই জবাব চাই” এবং “প্রশাসনের কালো হাত উড়িয়ে দাও গুড়িয়ে দাও”।

মানববন্ধনে অংশ নিয়ে ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী জামিল সরকার বলেন, “আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ভেটেরিনারি ও অ্যানিমেল হাজবেন্ড্রি কম্বাইন্ড ডিগ্রি। এই ন্যায্য দাবিকে কেন্দ্র করে বাকৃবির শিক্ষার্থীদের ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

অন্য শিক্ষার্থী আতিউর রহমান মাহমুদ বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে হামলা দুঃখজনক ও অগ্রহণযোগ্য। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি, বাকৃবি ও দেশের সব বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি চালু করতে হবে এবং এ ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের যেন সব সেক্টরে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাবলিকিয়ান টুডে/ এম

শেয়ার করুন

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

প্রকাশিত: ০৭:৫৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে মূল ফটক অভিমুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন— “বাকৃবিতে হামলা কেন, জবাব চাই জবাব চাই”, “প্রশাসনের দালালেরা হুঁশিয়ার সাবধান”, “আমার ভাইবোনেরা রক্তাক্ত কেন, জবাব চাই জবাব চাই” এবং “প্রশাসনের কালো হাত উড়িয়ে দাও গুড়িয়ে দাও”।

মানববন্ধনে অংশ নিয়ে ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী জামিল সরকার বলেন, “আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ভেটেরিনারি ও অ্যানিমেল হাজবেন্ড্রি কম্বাইন্ড ডিগ্রি। এই ন্যায্য দাবিকে কেন্দ্র করে বাকৃবির শিক্ষার্থীদের ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

অন্য শিক্ষার্থী আতিউর রহমান মাহমুদ বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে হামলা দুঃখজনক ও অগ্রহণযোগ্য। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি, বাকৃবি ও দেশের সব বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি চালু করতে হবে এবং এ ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের যেন সব সেক্টরে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাবলিকিয়ান টুডে/ এম