০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দেশ থেকে আন্তর্জাতিক অঙ্গনে স্বপ্ন বুনছে Sparkle Jewellers

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ১১:৪৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 25

হালকা ওজনের আধুনিক ডিজাইন, সাশ্রয়ী মূল্যে আসল সোনা—গ্রাহক আস্থা অর্জনে শীর্ষে স্পার্কল | ছবি: সংগৃহীত

বাংলাদেশের গহনার বাজারে দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল ভারী ও ব্যয়বহুল অলংকারের ধারা। তবে সময়ের সঙ্গে বদলেছে রুচি ও চাহিদা। বিশেষ করে তরুণ প্রজন্ম ও কর্মজীবী নারীরা চাইছেন হালকা, সাশ্রয়ী এবং আধুনিক ডিজাইনের গহনা। এই পরিবর্তিত প্রবণতাকে সামনে রেখে ২০২১ সালে যাত্রা শুরু করে Sparkle Jewellers। মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটি দেশীয় গহনার বাজারে এক নতুন আস্থার নাম হয়ে উঠেছে।

Sparkle Jewellers-এর মূল আকর্ষণ হলো লাইট ওয়েট কালেকশন। যেখানে অন্য ব্র্যান্ড একই ডিজাইন তৈরি করে ১ ভরি ৫ আনা সোনা দিয়ে, সেখানে Sparkle মাত্র ১ ভরিতেই তা তৈরি করে। দক্ষতার এমন প্রয়োগে গহনা যেমন হালকা হয়েছে, তেমনি ক্রেতাদের জন্য হয়ে উঠেছে বাজেট-ফ্রেন্ডলি। ফলে এখন যেকোনো বাজেটের গ্রাহকরাই আসল সোনার গহনা কেনার সুযোগ পাচ্ছেন।

প্রতিটি কালেকশনে রয়েছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া ও আধুনিকতার সমন্বয়। বাজারে নকল ডিজাইনের চেষ্টা হলেও, লাইট ওয়েটে Sparkle-এর নিখুঁত দক্ষতার সমকক্ষ হতে পারেনি কেউ।

গহনার বাজারে সবচেয়ে বড় সম্পদ হলো আস্থা। সেই আস্থা অর্জন করেছে Sparkle Jewellers স্বচ্ছ নীতি, মানসম্মত পণ্য ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে। অনলাইন অর্ডারের ক্ষেত্রে সারা দেশে চালু করেছে হোম ডেলিভারি সুবিধা, রয়েছে ক্যাশ অন ডেলিভারি অপশন—যা গ্রাহকের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করছে।

বর্তমানে Sparkle Jewellers-এর তিনটি আউটলেট চালু রয়েছে— শাহ্-আলী প্লাজা, মিরপুর-১০। এফ. এস. স্কয়ার, মিরপুর-১০। বসুন্ধরা সিটি শপিং মল, পান্থপথ। প্রতিটি আউটলেটে পাওয়া যায় দেশি ও বিদেশি সব ধরনের কালেকশন। শোরুমগুলোর আধুনিক সাজসজ্জা, আরামদায়ক পরিবেশ এবং গ্রাহকবান্ধব সেবা ক্রেতাদের জন্য গহনা কেনার অভিজ্ঞতাকে করে তুলেছে আরও অনন্য। ফলে Sparkle Jewellers এখন কেবল গহনা বিক্রির স্থান নয়, বরং হয়ে উঠেছে একটি বিশেষ অভিজ্ঞতার ঠিকানা। 

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও তোফায়েল হোসেন সাকিব বলেন, আমরা বিশ্বাস করি প্রতিটি গহনা শুধু অলংকার নয়, বরং আবেগ ও আস্থার প্রতীক। আমাদের লক্ষ্য হলো যেনো সবাই, যেকোনো বাজেটে, আসল সোনার গহনা পরতে পারে। এজন্য আমরা প্রতিনিয়ত নতুন ডিজাইন, লাইট ওয়েট গহনা এবং গ্রাহকবান্ধব সেবা চালু করছি।

শুধু দেশীয় বাজারেই নয়, Sparkle Jewellers আগামী দিনে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের অবস্থান শক্ত করতে চায়। সেই লক্ষ্যেই নতুন আউটলেট চালু, ডিজাইনের বৈচিত্র্য বৃদ্ধি এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।

যোগাযোগ / Contact

হটলাইন: 01407-009004

অফিশিয়াল ওয়েবসাইট: www.sparklejewellers.com.bd

ফেসবুক পেজসমূহ: Sparkle Jewellers

শেয়ার করুন

দেশ থেকে আন্তর্জাতিক অঙ্গনে স্বপ্ন বুনছে Sparkle Jewellers

প্রকাশিত: ১১:৪৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের গহনার বাজারে দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল ভারী ও ব্যয়বহুল অলংকারের ধারা। তবে সময়ের সঙ্গে বদলেছে রুচি ও চাহিদা। বিশেষ করে তরুণ প্রজন্ম ও কর্মজীবী নারীরা চাইছেন হালকা, সাশ্রয়ী এবং আধুনিক ডিজাইনের গহনা। এই পরিবর্তিত প্রবণতাকে সামনে রেখে ২০২১ সালে যাত্রা শুরু করে Sparkle Jewellers। মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটি দেশীয় গহনার বাজারে এক নতুন আস্থার নাম হয়ে উঠেছে।

Sparkle Jewellers-এর মূল আকর্ষণ হলো লাইট ওয়েট কালেকশন। যেখানে অন্য ব্র্যান্ড একই ডিজাইন তৈরি করে ১ ভরি ৫ আনা সোনা দিয়ে, সেখানে Sparkle মাত্র ১ ভরিতেই তা তৈরি করে। দক্ষতার এমন প্রয়োগে গহনা যেমন হালকা হয়েছে, তেমনি ক্রেতাদের জন্য হয়ে উঠেছে বাজেট-ফ্রেন্ডলি। ফলে এখন যেকোনো বাজেটের গ্রাহকরাই আসল সোনার গহনা কেনার সুযোগ পাচ্ছেন।

প্রতিটি কালেকশনে রয়েছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া ও আধুনিকতার সমন্বয়। বাজারে নকল ডিজাইনের চেষ্টা হলেও, লাইট ওয়েটে Sparkle-এর নিখুঁত দক্ষতার সমকক্ষ হতে পারেনি কেউ।

গহনার বাজারে সবচেয়ে বড় সম্পদ হলো আস্থা। সেই আস্থা অর্জন করেছে Sparkle Jewellers স্বচ্ছ নীতি, মানসম্মত পণ্য ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে। অনলাইন অর্ডারের ক্ষেত্রে সারা দেশে চালু করেছে হোম ডেলিভারি সুবিধা, রয়েছে ক্যাশ অন ডেলিভারি অপশন—যা গ্রাহকের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করছে।

বর্তমানে Sparkle Jewellers-এর তিনটি আউটলেট চালু রয়েছে— শাহ্-আলী প্লাজা, মিরপুর-১০। এফ. এস. স্কয়ার, মিরপুর-১০। বসুন্ধরা সিটি শপিং মল, পান্থপথ। প্রতিটি আউটলেটে পাওয়া যায় দেশি ও বিদেশি সব ধরনের কালেকশন। শোরুমগুলোর আধুনিক সাজসজ্জা, আরামদায়ক পরিবেশ এবং গ্রাহকবান্ধব সেবা ক্রেতাদের জন্য গহনা কেনার অভিজ্ঞতাকে করে তুলেছে আরও অনন্য। ফলে Sparkle Jewellers এখন কেবল গহনা বিক্রির স্থান নয়, বরং হয়ে উঠেছে একটি বিশেষ অভিজ্ঞতার ঠিকানা। 

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও তোফায়েল হোসেন সাকিব বলেন, আমরা বিশ্বাস করি প্রতিটি গহনা শুধু অলংকার নয়, বরং আবেগ ও আস্থার প্রতীক। আমাদের লক্ষ্য হলো যেনো সবাই, যেকোনো বাজেটে, আসল সোনার গহনা পরতে পারে। এজন্য আমরা প্রতিনিয়ত নতুন ডিজাইন, লাইট ওয়েট গহনা এবং গ্রাহকবান্ধব সেবা চালু করছি।

শুধু দেশীয় বাজারেই নয়, Sparkle Jewellers আগামী দিনে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের অবস্থান শক্ত করতে চায়। সেই লক্ষ্যেই নতুন আউটলেট চালু, ডিজাইনের বৈচিত্র্য বৃদ্ধি এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।

যোগাযোগ / Contact

হটলাইন: 01407-009004

অফিশিয়াল ওয়েবসাইট: www.sparklejewellers.com.bd

ফেসবুক পেজসমূহ: Sparkle Jewellers