ডুয়েট উন্নয়নে ৮৬৬ কোটি টাকার ‘এম-ডুয়েট’ প্রকল্প একনেকে অনুমোদন
- প্রকাশিত: ০৮:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / 518
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের অবকাঠামো উন্নয়নের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে ৮ শত ৬৬ কোটি ৫৫ লক্ষ ৫২ হাজার টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বুধবার একনেক সভায় ‘ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর গবেষণাগারসমূহের সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন’ অনুমোদন করা হয়। ২০২৯ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ে নতুন ১৬০০ শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা সৃষ্টি, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০০ জন শিক্ষার্থীর জন্য গবেষণাগারের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, নিরাপত্তা ও আন্তঃক্যাম্পাস যোগাযোগের সুবিধা সৃষ্টি করা সহ ৫টি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক