...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো BU RADiO আয়োজিত ফ্ল্যাগশিপ ইভেন্ট “Mind Spark Season 1” এর গ্র্যান্ড ফিনালে

rayhan প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০০:৩৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা ও প্রতিযোগিতামূলক দক্ষতা বিকাশে ব্যতিক্রমী আয়োজন হিসেবে BU RADiO আয়োজিত ফ্ল্যাগশিপ ইভেন্ট “Mind Spark Season 1” এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি রাউন্ড থেকে বাছাই করা ২০ জন প্রতিযোগী ফাইনালে অংশ নেন। ধাপে ধাপে বাজার রাউন্ড ও কুইজ রাউন্ড অতিক্রম করে শেষ পর্যন্ত নির্বাচিত হন শীর্ষ তিন বিজয়ী।

শীর্ষ তিন বিজয়ী হচ্ছেন: ১ম স্থান – আরেফুল আরেফিন (আইন বিভাগ)২য় স্থান – নম্রতা চক্রবর্তী (পরিসংখ্যান বিভাগ)৩য় স্থান – মাহাথির মোঃ অভি (আইন বিভাগ)

পুরস্কার হিসেবে শীর্ষ তিনজন পান ওরাইমো ও মধুপোক বনফুল এর পক্ষ থেকে বিশেষ গিফট হ্যাম্পার। এছাড়া ৪-১০ স্থান অর্জনকারীরা পান ওরাইমো এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার, ১১-২০ স্থান অর্জনকারীরা পান ইস্পাহানী টি এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার। সকল অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয় এবং বিশেষভাবে সকল নারী প্রতিযোগীকে ফ্রেশ অনন্যা এর পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে BU RADiO’র সম্মানিত উপদেষ্টাগণ উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন। পাশাপাশি ব্র্যান্ড পার্টনারদের প্রতিনিধিগণও উপস্থিত থেকে আয়োজনকে সমর্থন ও প্রাণবন্ত করে তোলেন।

আয়োজকরা জানিয়েছেন, “Mind Spark Season 1 শিক্ষার্থীদের জ্ঞান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশে একটি নতুন মাত্রা যোগ করেছে। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।”