...

আন্তর্জাতিক ‘তরুণ উদ্যোক্তা’ অ্যাওয়ার্ড পেলেন শেকৃবির মোহাইমিনুল

SAU CORRESPONDENT প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ২৩:২৮

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থী মো: মোহাইমিনুল ইসলাম তরুণ উদ্যোক্তা হিসেবে ওয়ার্ল্ড স্কুল সামিট (World School Summit) ও ক্লাস্টার অফ এচিভার্স (Cluster of Achievers) কর্তৃক প্রদত্ত আন্তর্জাতিক ‘তরুণ উদ্যোক্তা’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ।

এই সম্মানজনক অ্যাওয়ার্ডের গ্রহণের জন্য তিনি লন্ডনের হাউজ অফ কমন্সে (House of Commons) আমন্ত্রিত হয়েছেন, যেখানে আগামী ২৬ ও ২৭ নভেম্বর ৩২তম আন্তর্জাতিক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

শিক্ষাজীবন শেষ করার পূর্বেই তিনি “স্পোর্টসজোনবিডি” নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যার মাধ্যমে তিনি দেশের স্পোর্টস সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁর এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো তরুণদের জন্য চাকরির বাজার ও নতুন উদ্যোক্তা সৃষ্টি করা, রুট লেভেলের খেলোয়াড়দের তৈরি করে জাতীয় পর্যায়ে নিয়ে আসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুবিধামত সময়ে আয়ের সুযোগ সৃষ্টি করা এবং স্বল্প মূল্যে ক্রীড়া সামগ্রীর বাজার তৈরি করা।

নিজের উদ্যোগ এবং অর্জন প্রসঙ্গে মো: মোহাইমিনুল ইসলাম বলেন, আমি সবসময় স্বাধীনভাবে চলতে পছন্দ করতেন এবং গ্র্যাজুয়েশন শেষ করার আগেই নিজের একটি প্ল্যাটফর্ম তৈরির চিন্তা করতাম, যার মাধ্যমে একইসঙ্গে ব্যবসা এবং তরুণদের চাকরির সুযোগ তৈরি করা যায়। আমি আশা করি, ছোট থেকে শুরু করা এই উদ্যোগ বড় পরিসরে বাস্তবায়িত হবে।”

তিনি আরও বলেন, “এই সম্মানজনক অ্যাওয়ার্ড আমার কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে এবং ভবিষ্যৎ কার্যক্রম সহজ করে তুলবে। বিশ্বের বড় বড় ব্যবসায়ীদের সাথে নেটওয়ার্ক তৈরি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য উদাহরণ সৃষ্টি করা সম্ভব হবে এবং ভবিষ্যতে আরও অনেক তরুণ উদ্যোক্তা বের হয়ে আসবে বলে আমি প্রত্যাশা করি।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক