আফগানিস্তানকেও ভারতের মতো জবাব দেওয়া হবে: পাকিস্তান - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

আফগানিস্তানকেও ভারতের মতো জবাব দেওয়া হবে: পাকিস্তান

Mahadhi প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫ ২০:০৮

পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত। শনিবার (১১ অক্টোবর) রাতে আফগান তালেবান বাহিনীর হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর আফগানিস্তানকে ভারতের মতো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভী।

রোববার (১২ অক্টোবর) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আফগানিস্তানকে ইটের বদলে পাথর দিয়ে জবাব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনীর গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের সাহসী বাহিনী দ্রুত ও কার্যকর জবাব দিয়েছে। কোনো উসকানি সহ্য করা হবে না।

মহসিন নাকভী আরও বলেন, পাকিস্তানের বাহিনী সজাগ ও তৎপর রয়েছে। আফগানিস্তানের উসকানির জবাব দেওয়া হয়েছে। পাকিস্তানের জনগণ সাহসী সশস্ত্র বাহিনীর সাথেই আছে। আফগানিস্তানকেও ভারতের মতো উপযুক্ত জবাব দেওয়া হবে।

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আফগানিস্তানের তালেবান হামলার জবাবে দেশটির সীমান্তের ১৯টি আফগান সীমান্ত চৌকি দখল করেছে পাকিস্তানি বাহিনী। নিরাপত্তা সূত্রের দাবি, এসব চৌকিতে থাকা তালেবান যোদ্ধারা নিহত হয়েছেন এবং বাকিরা পালিয়ে গেছেন। কয়েকটি চৌকিতে আগুন ধরার ঘটনাও ঘটেছে।

রেডিও পাকিস্তান জানায়, পাকিস্তানি সেনারা তালেবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দফতর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প ও খারচর দুর্গ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।

সূত্র জানায়, আফগানিস্তানের দিক থেকে গোলাগুলির লক্ষ্য ছিল খাওয়ারিজ গোষ্ঠীর সদস্যদের সীমান্ত পেরিয়ে পাঠানো। তবে পাকিস্তানি সেনারা সতর্ক প্রতিক্রিয়ায় তা প্রতিহত করেছে।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক