শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষিতত্ত্ব বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান সম্প্রতি দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS)-এর ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ব্রাজিলে অনুষ্ঠিত একাডেমিটির ১৭তম সাধারণ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই মর্যাদাপূর্ণ পদে অন্তর্ভুক্ত হন।
এই সম্মাননা অর্জনের স্বীকৃতি হিসেবে অধ্যাপক হাসানুজ্জামানকে একটি বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়, যা তাঁর অসাধারণ একাডেমিক কৃতিত্ব, উদ্ভাবনী গবেষণা এবং বৈশ্বিক কৃষি ও পরিবেশবিজ্ঞান অঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতি বহন করে।
অধ্যাপক হাসানুজ্জামান ইতোমধ্যে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত হয়ে আন্তর্জাতিকভাবে বিশেষ পরিচিতি অর্জন করেছেন। উদ্ভিদ চাপ শারীরবিজ্ঞান, ফসলবিজ্ঞান এবং টেকসই কৃষি বিষয়ে তাঁর যুগান্তকারী গবেষণা বিশ্বজুড়ে বিজ্ঞানীদের শ্রদ্ধা ও প্রশংসা কুড়িয়েছে।
তাঁর অনুপ্রেরণামূলক একাডেমিক যাত্রা শিক্ষার্থী, গবেষক ও শিক্ষক সমাজকে নতুন উদ্দীপনা যোগাচ্ছে। পাশাপাশি তাঁর এই অসামান্য অর্জন বাংলাদেশের শিক্ষা ও বিজ্ঞান অঙ্গনের আন্তর্জাতিক মর্যাদা আরও সমুন্নত করেছে।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক