দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যিনি সামাজিক মাধ্যমে ‘রিপন ভিডিও’ নামে পরিচিত, এবার ব্যক্তিজীবন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ—জনপ্রিয়তা পাওয়ার পর তিনি বাবা-মায়ের ভরণপোষণ দেন না এবং স্ত্রী-সন্তানের অস্তিত্ব অস্বীকার করছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
রিপনের মা জানান, খুব কষ্ট করে মানুষ করছি। কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব, তাই হয়তো ওর মান-সম্মান থাকে না। তিনি আরও বলেন, রিপন এখন আলাদা পাকা বাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন, কিন্তু বাবা-মায়ের কোনো খোঁজ রাখেন না।
অন্যদিকে, রিপন মিয়া সংবাদে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, যাকে তার স্ত্রী বলা হচ্ছে, তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী।
তবে সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রিপন অভিযোগ করেন, সাংবাদিকরা অনুমতি ছাড়া তার ঘরে ঢুকে ভিডিও ধারণ করেছেন। তার ওই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক