গোয়াল ঘরে ঝুলছিল শিক্ষকের মরদেহ
- প্রকাশিত: ১১:৫৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- / 39
শেরপুর শ্রীবরদীতে গোয়াল ঘর থেকে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিক্ষকের নাম মাসুদুর রহমাস। মঙ্গলবার (২৫ জুন) সকালে শেরপুরের নিজ বাড়ির গোয়াল ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ধর্মবিষয়ক সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
কাকিলাকুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব বলেন, সসকালে মাসুদের পরিবার ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজ করতে থাকেন। পরে গোয়াল ঘরে গরু বের করতে গিয়ে মাসুদের মরদেহ গোয়াল ঘরে ঝুলানো অবস্থায় দেখতে পান।
তিনি আরও বলেন, আমার জানা মতে তার কোনো শত্রু নেই।গতরাতে রাতে খেলা দেখে ঘুমাতে যায়। তারপর সকালে কি হলো আমরা নিজেরাও কিছু বুঝতে পারছি না। আমরা সবাই শোকাহত।
শ্রীবরদী থানার পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি গোয়াল ঘর থেকে উদ্ধার করেছি