বিয়েতে বন্ধু না আসায় কবুল বলেনি বর - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বিয়েতে বন্ধু না আসায় কবুল বলেনি বর

অনলাইন ডেস্ক প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫, ২১:৫৩

নোয়াখালীর হাতিয়া উপজেলার ক্ষিরোদিয়া গ্রামে এক বর নিজের বন্ধুর উপস্থিতি ছাড়া বিয়ে সম্পন্ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মতে, সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের করিম বেপারির ছেলে আরমানের বিয়ে ঠিক হয় তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের এক পরিবারের কন্যার সঙ্গে। বরযাত্রী রওনা হওয়ার সময় বর আর তার ছোটবেলার বন্ধু রিয়াজের সঙ্গে গাড়িতে বসার বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্য হয়। ক্ষুব্ধ বন্ধু বিয়েতে না আসার সিদ্ধান্ত নেন।

বর কনের বাড়িতে পৌঁছলে বন্ধুকে না দেখে তিনি গাড়ি থেকে নামেই বিয়েতে অস্বীকৃতি জানান। পরিবার ও গ্রামবাসীর বহু অনুরোধের পরও বর রাজি হননি। প্রায় দুই ঘণ্টা পরে বন্ধুকে নিয়ে আসার পর বর হাসিমুখে ‘কবুল’ বলেন এবং বিয়ে সম্পন্ন হয়।

বর আরমান হোসেন বলেন, “রিয়াজ আমার ছোটবেলার বন্ধু। আমার এক আত্মীয়ের সাথে গাড়িতে বসা নিয়ে রাগ করে বিয়েতে আসেনি। আমার শুভ কাজে সে থাকবে না এটা আমি মানতে পারিনি। তাই সে আসার পর আমি বিয়ে করেছি।”

কনেপক্ষের আত্মীয় আলতাফ হোসেন জানান, “বর এসেছে দেড়টার দিকে। বরের এক বন্ধুর জন্য প্রায় দুই ঘণ্টা আমরা অপেক্ষা করেও বিয়ের কাজ শুরু করতে পারিনি। পরে তাকে আনার পরই বিয়ে সম্পন্ন হয়।”

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক