ইন্দোনেশিয়ায় ৭৪ বছর বয়সী এক বৃদ্ধ তার চেয়ে ৫০ বছরের ছোট তরুণীকে বিয়ে করে দেশজুড়ে আলোচনার ঝড় তুলেছেন। পূর্ব জাভার পাসিতান রিজেন্সিতে গত ১ অক্টোবর অনুষ্ঠিত এই বিয়েতে বর তরমান ২৪ বছরের শেলা আরিকাকে দেনমোহর হিসেবে দিয়েছেন তিন বিলিয়ন রুপিয়াহ— যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২২ লাখ টাকার সমান।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, জাঁকজমকপূর্ণ বিয়েটি নিয়ে বিতর্ক শুরু হয় যখন নবদম্পতি বিয়ের আলোকচিত্রীকে পারিশ্রমিক না দিয়েই উধাও হয়ে যান। পরে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করে।
বিয়ের সময় তরমান প্রকাশ্যে তিন বিলিয়ন রুপিয়াহ দেনমোহর দেন, যদিও আগে জানানো হয়েছিল এক বিলিয়ন রুপিয়াহ হবে। অনুষ্ঠানে অতিথিদেরও উপহার হিসেবে দেওয়া হয় এক লাখ রুপিয়াহ নগদ অর্থ।
ঘটনার পর অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে যে বর মোটরসাইকেলে পালিয়েছেন এবং দেনমোহরের চেকটি আসল কি না তা নিয়েও সন্দেহ দেখা দেয়।
তবে সমালোচনার জবাবে তরমান সামাজিক মাধ্যমে দাবি করেন, “আমি আমার স্ত্রীকে ছেড়ে যাইনি, আমরা এখনও একসঙ্গে আছি।” তিনি আরও জানান, দেনমোহর সম্পূর্ণ বৈধ এবং ব্যাংক সেন্ট্রাল এশিয়ার মাধ্যমে তা সমর্থিত।
কনের পরিবারও জানায়, তারা পালিয়ে যাননি— বরং মধুচন্দ্রিমায় গেছেন। এদিকে ফটোগ্রাফি সংস্থার অভিযোগের ভিত্তিতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় দম্পতিদের বয়সের পার্থক্য ক্রমেই কমছে, তাই এই বিয়েটি দেশটিতে বিশেষ নজর কাড়ছে।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক