ববিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ববিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার

BU CORRESPONDENT প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৫, ২৩:১৮

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই বিভাগের চার শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আরও ২১ শিক্ষার্থীকে অভিভাবকসহ মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ শাস্তি কার্যকর করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাওন শেখ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। উভয়কেই ছয় মাস বা এক সেমিস্টার বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। এছাড়া, আরও দুই শিক্ষার্থীকে বহিষ্কারাদেশের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।  অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম নয়ন, তাঁকে ছয় মাসের বহিষ্কারাদেশ অথবা ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আরেক শিক্ষার্থী হলেন- মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহারিয়ার শাওন, তাঁকে ছয় মাসের বহিষ্কারাদেশ অথবা ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নির্মাণাধীন বিটাক ভবনের বালুর মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

অফিস আদেশে বলা হয়, বহিষ্কৃত চারজনসহ মার্কেটিং বিভাগের ১০ জন এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১১ জন শিক্ষার্থীকে তাদের অভিভাবকসহ আগামী সাত কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে হাজির হয়ে মুচলেকা দিতে হবে।

মুচলেকায় উল্লেখ করতে হবে যে, ভবিষ্যতে তারা কোনো শৃঙ্খলাভঙ্গ বা অসদাচরণে লিপ্ত হলে বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে এবং তাতে তাদের কোনো আপত্তি থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যে মুচলেকা না দিলে তাদের চলমান শিক্ষাকার্যক্রমে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে একাডেমিক কাউন্সিল শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।”

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক