রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) এর ২০২৫–২৬ সেশনের সহযোগী সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে দুই দিনব্যাপী মৌখিক পরীক্ষা (ভাইভা) সম্পন্ন হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (২২ ও ২৩ অক্টোবর) রাজশাহী কলেজের হাজি মুহাম্মদ মহসিন ভবনের ১০৩ নম্বর কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সাংবাদিকতার প্রতি তরুণ শিক্ষার্থীদের আগ্রহ ও যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যে আয়োজিত এই ভাইভায় কলেজের বিভিন্ন বিভাগ থেকে অংশ নেন মোট ৬৫ জন শিক্ষার্থী। মৌখিক পরীক্ষায় তাদের উপস্থিত বুদ্ধি, সংবাদ সংগ্রহে আগ্রহ, বাস্তব অভিজ্ঞতা, এবং গণমাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আবু সাইদ রনি এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিম। ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন শিক্ষক উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. সৈয়দ আলী আহসান, সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ,শামসুননাহার সুইটি ও বাবর মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেহের আলী দূর্জয়, রাজশাহীর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ওয়ালিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জুলইকরাম ফেরদৌস ইবতিদা, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব, দপ্তর সম্পাদক মো: শাহাদাত হোসেন, তথ্য ও প্রচার-সম্পাদক মো: মুজাহিদুল ইসলাম। এ ছাড়া সংগঠনের নির্বাহী সদস্য ফারহানা ইয়াসমিন ছন্দা এবং ফারজানা ইসলাম মিতু ও প্রাক্তন নির্বাহী সদস্য এবং বর্তমান সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক