জলবায়ু অলিম্পিয়াডে শীর্ষ দশে মেট্রোপলিটন ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

জলবায়ু অলিম্পিয়াডে শীর্ষ দশে মেট্রোপলিটন ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী

MU Correspondent প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ২২:৩৮

আজ ২৫ অক্টোবর ২০২৫, শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় “ক্লাইমেট অলিম্পিয়াড ২০২৫”-এর সিলেট বিভাগীয় পর্ব। পরিবেশ সচেতনতা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের সম্পৃক্ত করতে “ব্রাইটার্স” সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে, সহযোগী হিসেবে ছিল ব্র্যাক ইউনিভার্সিটির C3ER। সিলেট অঞ্চলের ব্যবস্থাপনায় ছিল “গ্রীন এক্সপ্লোর সোসাইটি”।

অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও সংগঠক অংশগ্রহণ করেন। উদ্বোধনী বক্তব্যে “ব্রাইটার্স”-এর পরিচালক সৈয়দুর রহমান সিয়াম বলেন, “যুবকরাই আগামী দিনের জলবায়ু নীতিনির্ধারক। টেকসই ভবিষ্যতের জন্য আজ থেকেই সচেতনতা ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

এতে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে তিনজন শীর্ষ দশে স্থান অর্জন করেন। বানিদীপা চক্রবর্তী (কম্পিউটার সায়েন্স, ৬১তম ব্যাচ) চতুর্থ, সামিয়া ইসলাম জারিন (অর্থনীতি, ২৭তম ব্যাচ) সপ্তম এবং মোহাম্মদ আবদুল ফাত্তাহ মাহদীন (কম্পিউটার সায়েন্স, ৬২তম ব্যাচ) অষ্টম স্থান অর্জন করেন।

তাদের এই সাফল্যে কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. মাহফুজুল হাসান শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই অর্জন তাদের মেধা ও পরিবেশ সচেতনতার প্রতিফলন।”

অনুষ্ঠান শেষে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই আয়োজন তরুণদের পরিবেশ নেতৃত্বে অনুপ্রাণিত করেছে।

পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক