বিশ্বখ্যাত আইটি ও ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ক্যাড সেন্টার এর বাংলাদেশভিত্তিক মাস্টার ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ফাউন্ড্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্স এর মধ্যে দক্ষতা ও জ্ঞানভিত্তিক শিক্ষা বিনিময় বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) রেভিট আর্কিটেকচার, অটো-ক্যাড, স্টাড প্রো ও ইট্যাবস এর উপর সফটওয়্যারভিত্তিক একটি বিশেষ ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট সেমিনার রাজধানীর বারিধারার ইউআইটিএস ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। যেখানে শিক্ষার্থীরা আধুনিক বিল্ডিং ডিজাইন, সিমুলেশন ও স্ট্রাকচারাল সফটওয়্যারের ব্যবহারিক ধারণা অর্জনের সুযোগ সহ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পর্কিত বিভিন্ন বিষয় জানার সুযোগ পায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফইডাবলু টিটিসির প্রোপ্রাইটর ও ক্যাড সেন্টার বাংলাদেশের সিইও জনাব হাসান তারিক, ইউআইটিএসের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাইন্স এর ডিন প্রফেসর ড. আশরাফুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান মো: মহিউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: তারিকুল ইসলাম, ক্যাড সেন্টার বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার কেএইচ সাইফ উল হুদা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. হাফিজউদ্দিন মুন্না, ক্যাড সেন্টার বাংলাদেশের সিভিল ডিপার্টমেন্টের লিড ইন্সট্রাক্টর জনাব শাখাওয়াত হোসেন অপূর্ব এবং ইউআইটিএস এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।
ক্যাড সেন্টার বাংলাদেশের সিইও জনাব হাসান তারিক বলেন, দেশে ও দেশের বাইরের জব মার্কেটের জন্য স্কিল্ ম্যানপাওয়ার এর কোন বিকল্প নেই। বর্তমান বিশ্বে ইঞ্জিনিয়ারিং শিক্ষার মূল শক্তি হলো ব্যবহারিক জ্ঞান ও সফটওয়্যারভিত্তিক দক্ষতা। শুধু তাত্ত্বিক জ্ঞান দিয়ে আজকের প্রতিযোগিতামূলক শিল্পবিপ্লবে টিকে থাকা সম্ভব নয়। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের তরুণ প্রকৌশল শিক্ষার্থীদের সেই বৈশ্বিক দক্ষতার সাথে পরিচিত করে তোলা, যা তাদেরকে শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে।
ইউআইটিএসের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাইন্স এর ডিন প্রফেসর ড. আশরাফুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে ইঞ্জিনিয়ারিং খাত দ্রুত পরিবর্তনশীল ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। আমাদের শিক্ষার্থীদের সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে, শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, বাস্তব অভিজ্ঞতাভিত্তিক প্রশিক্ষণও অত্যন্ত জরুরি। ক্যাড সেন্টার বাংলাদেশের সাথে আমাদের এই সহযোগিতা সেই লক্ষ্যেই একটি মাইলফলক। আধুনিক সফটওয়্যার যেমন, রেভিট আর্কিটেকচার, স্টাড প্রো ও ইট্যাবস ইত্যাদি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ শিক্ষার্থীদের বাস্তব শিল্প জগতে কাজ করার প্রস্তুতি আরও দৃঢ় করবে।
ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মহিউদ্দিন আহমেদ বলেন, এ ধরনের প্রয়োগমুখী শিক্ষা কার্যক্রম বাংলাদেশের শিক্ষার্থীদের বিশ্বমানের ইঞ্জিনিয়ারিং দক্ষতা অর্জনে সহায়তা করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ার গড়ার নতুন দিগন্ত উন্মোচন করবে।
চুক্তি অনুযায়ী, ক্যাড সেন্টার বাংলাদেশ ইউআইটিএস শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলামের মাধ্যমে দক্ষতা ও জ্ঞানভিত্তিক শিক্ষা বিনিময় কার্যক্রম পরিচালনা করবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক শিল্প ও প্রযুক্তিভিত্তিক পেশায় নিজেদের আরও দক্ষ করে তুলতে পারবে।
উল্লেখযোগ্য যে, ক্যাড সেন্টার গত ৩৭ বছর ধরে বিশ্বের ২৪টিরও বেশি দেশে ইঞ্জিনিয়ারদের জন্য সফটওয়্যারভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করছে। এ পর্যন্ত ক্যাড সেন্টার ও এপটেক যৌথভাবে বিশ্বব্যাপী প্রায় ২৫ লক্ষ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক