মানুষকে মিথ্যা বলে প্রতারণা বন্ধ করুন: জামায়াতকে মির্জা ফখরুল - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

মানুষকে মিথ্যা বলে প্রতারণা বন্ধ করুন: জামায়াতকে মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক প্রকাশ: ০১ নভেম্বর, ২০২৫, ১৮:৫৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজিত সমাবেশে জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনসম্মুখে মিথ্যে অভিযোগ ছড়িয়ে মানুষকে প্রতারণা করা উচিত নয়। শনিবার (১ নভেম্বর) সকালেই জাতীয় প্রেসক্লাবে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, নোট অব ডিসেন্টে যেসব আপত্তি ছিল সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং বিএনপি সেখানে সইও করেছে; কিন্তু প্রধান উপদেষ্টার কাছে নতুন কিছু তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার মতো কাজ। তিনি বলেন,
“যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে না, তারা আপত্তি দেবে সেটাকে বলা হয় নোট অব ডিসেন্ট। সে নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে (জুলাই সনদে) লেখা হবে। লেখা হয়েছে, সেটাতে আমরা সই করেছি। আর এখন উনারা যেটা উত্থাপন করলেন প্রধান উপদেষ্টার কাছে, সেখানে ওই নোট অব ডিসেন্টের কোনো কথাই নাই। আবার নতুন করে কিছু বিষয় ওখানে নিয়ে আসছে। এটা অন্যায়, এটা জনগণের সঙ্গে নিঃসন্দেহে একটা প্রতারণার মতো কাজ।”

তিনি আরো বলেছেন, বিএনপি কোনোভাবে রাস্তায় গিয়ে সংশ্লিষ্ট প্রকারের প্রতিবাদ করেনি; প্রেস কনফারেন্স করেছে, কমিশন কিংবা প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করেনি, এবং তারা যেটায় সই করেছে সেটার দায়-দায়িত্ব নেবে—যা সই করেনি সেটার দায়-দায়িত্ব নেবে না। তদন্তমূখী আলোচনার মাধ্যমে এ বিষয়গুলো সমাধান চাওয়া হবে। পিআর সংক্রান্ত সিদ্ধান্ত সংসদের আওতায় নেওয়া হবে বলেও তিনি জানান।

গণভোট প্রসঙ্গে ফখরুল বলেন, ‘গণভোটের কথা বলেছে, আমরা রাজি হয়েছি, ঠিক আছে। প্রয়োজন ছিল না। গণভোটের কোনো প্রয়োজন ছিল না। তারপরও রাজি হয়েছি যে, ঠিক আছে। আমরা বলেছি, নির্বাচনের দিনই গণভোট করতে হবে। কারণ আলাদাভাবে গণভোট করতে হলে আরও খরচ বেড়ে যাবে প্রায় হাজার কোটি টাকার ওপরে। নির্বাচনের দিন দুটি ব্যালট থাকবে। একটি ব্যালটে গণভোটের কথা থাকবে, আরেকটি ব্যালটে সংসদের নির্বাচন হবে।’

দেশে সম্ভাব্য সংঘাত-হুমকি প্রসঙ্গে তিনি বলেন, জাতি যেকোনো হামলা প্রতিরোধে প্রস্তুত এবং ‘হামলার ভয় দেখিয়ে এ দেশের মানুষকে কখনও পরাজিত করা যাবে না’। এছাড়া ভারত সরকারকে ডাক দিয়ে বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বাংলাদেশের আইনের আওতায় আনা হোক — দেশের জনমত এ সিদ্ধান্ত মেনে নেবে বলে দাবি করেন তিনি।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক