ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির নেতৃত্বে ছামির ও মেহেদী - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির নেতৃত্বে ছামির ও মেহেদী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ০৫ নভেম্বর, ২০২৫, ২০:৩৩

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির (ঢাপইসাস) প্রথম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২৫–২৬) সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা ভয়েস ২৪–এর প্রতিনিধি আরমান খান ছামির এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য মর্নিং এজ–এর প্রতিনিধি মেহেদী হাসান বাপ্পি।

আরমান খান ছামির ২০২২–২৩ সেশনের পুরকৌশল বিভাগের এবং মেহেদী হাসান বাপ্পি ২০২১–২২ সেশনের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় অধ্যক্ষের কার্যালয়ে উপদেষ্টা মণ্ডলীর পরামর্শক্রমে ও সদস্যদের প্রত্যক্ষ ভোটে গঠিত কমিটিটি অনুমোদন করেন অধ্যক্ষ প্রকৌশলী শাহেলা পারভীন।

৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন— সাংগঠনিক সম্পাদক মো. তামিম আহমেদ (দৈনিক মানবকাল), দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার (তালাশ বিডি) এবং কার্যকরী সদস্য তাহসিন আহমেদ (লিডিং নিউজ)।

উপদেষ্টা উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে দায়িত্বশীলতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

নবনির্বাচিত সভাপতি আরমান খান ছামির বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং কৃতিত্ব ফুটিয়ে তুলতে, ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবী-দাওয়া প্রশাসনের দৃষ্টিগোচরে আনার জন্য দীর্ঘদিন থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা একটি সাংবাদিক সংগঠন প্রত্যাশা করছিলো, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সেই প্রত্যাশা পূরণ এবং ক্যাম্পাসে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের একতাবদ্ধ প্লাটফর্ম গড়ে তোলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতি।


তিনি আরো বলেন, আমরা ঐক্যবদ্ধ হলেই শিক্ষার্থীদের অধিকার ঠিক থাকবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনিয়ম, দুর্নীতি কমবে এবং প্রশাসন আরও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ডিপিআইকে আরও সামনে এগিয়ে নিতে চাই।

সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাপ্পি বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, একটি প্রতিষ্ঠানের ভালো-খারাপ, সত্য-মিথ্যা, প্রয়োজনীয়তা সহ সকল দিক তুলে ধরে গণমাধ্যম কর্মীরা। যেখানে গণমাধ্যমের ছায়া নেই, সেই প্রতিষ্ঠানই অন্ধকারে বিভোষিত। সেই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা অবহেলিত।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক