জলবায়ু-সহনশীল জীবিকার পথে ‘ফ্ল্যাশ’ প্রকল্পের যাত্রা শুরু: বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রারম্ভিক সভা - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

জলবায়ু-সহনশীল জীবিকার পথে ‘ফ্ল্যাশ’ প্রকল্পের যাত্রা শুরু: বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রারম্ভিক সভা

rayhan প্রকাশ: ০৮ নভেম্বর, ২০২৫, ১৬:২৭

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জীবনানন্দ দাশ হলে শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ (বিএসটি) তারিখে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রকল্পের সূচনা সভা। প্রকল্পটি হলো “Facilitating Livelihoods through Advancing Smart Habitats in Peri-Urban Bangladesh (FLASH)” বা সংক্ষেপে ‘FLASH’। এই প্রকল্পের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের প্রান্তিক নগর (Peri-Urban) অঞ্চলের মানুষের জন্য জলবায়ু-সহনশীল ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করা।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (BUET), নেদারল্যান্ডসের ইউট্রেখ্ট ইউনিভার্সিটি, ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি এবং ইরেসমাস ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গঠিত একটি গবেষক দল এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছে।

সূচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর মোহাম্মদ রায়হান কাওসার এবং সভার সভাপতিত্ব করেন প্রফেসর ড. শাহজাহান মণ্ডল (বুয়েট)।
এছাড়া FLASH প্রকল্প দলের সদস্যরা হলেন: প্রফেসর ড. শাহজাহান মণ্ডল (BUET, বাংলাদেশ), ড. বিশ্বজিৎ মল্লিক (Utrecht University, নেদারল্যান্ডস), প্রফেসর ড. হ্যান্স মিডেলকপ (Utrecht University, নেদারল্যান্ডস), ড. মার্টি ভ্যান এর্ড (IHS-EUR, নেদারল্যান্ডস), ড. কামনাশিস হালদার (Wageningen University & Research, নেদারল্যান্ডস), ড. হেলেন মিস (Utrecht University, নেদারল্যান্ডস), ড. এস. এম. লাবিব (Utrecht University, নেদারল্যান্ডস)। অনুষ্ঠানটির কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন অর্থনীতি বিভাগের চেয়্যারমান ও সহযোগী অধ্যাপক ড. অপূর্ব রায়।

FLASH প্রকল্পটি প্রান্তিক শহরাঞ্চলের দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং জীবিকার অনিশ্চয়তা মোকাবিলায় একটি সমন্বিত সমাধান দিতে চায়। গবেষকরা এই অঞ্চলের মানুষের আবাসন, স্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাশন (WASH) পরিষেবা এবং সুশাসনের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে একটি ‘Living Lab’ মডেলের মাধ্যমে টেকসই সমাধান বের করবেন। এই গবেষণা বিশেষত বরিশাল ও খুলনা অঞ্চলের জনগোষ্ঠীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্প স্থানীয় জ্ঞান ও আন্তর্জাতিক গবেষণার সমন্বয়ে উপকূলীয় অঞ্চলে জলবায়ু অভিযোজনের একটি কার্যকর মডেল তৈরি করবে, যা বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নেও সহায়ক হবে।