টেবিল টেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশ - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

টেবিল টেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০৮:১১
খই খই মারমা ও জাভেদ আহমেদ

ইসলামিক সলিডারিটি গেমসে আরও একটি সাফল্য যোগ হলো বাংলাদেশের ঝুলিতে। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত মিক্সড টেবিল টেনিস ইভেন্টের সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বাংলাদেশের প্যাডলার জাভেদ আহমেদ ও খই খই মারমা।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ইতিমধ্যেই এই পদকজয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।কোয়ার্টার ফাইনালে জাভেদ ও খই খই দারুণ ছন্দে খেলেন। মালদ্বীপের রাফা নাজিম ও মোসা মুনসিফ জুটিকে একেবারেই খেলার সুযোগ দেননি তারা। টানা তিন গেমেই জয় পেয়েছেন ১৪-১২, ১১-৫ ও ১১-৮ ব্যবধানে।এর আগে রাউন্ড অব সিক্সটিনে গায়ানার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-২ সেটে জিতে কোয়ার্টারে উঠেছিল বাংলাদেশি জুটি।

আজ বৃহস্পতিবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বাহরাইন। সেই ম্যাচে জয় পেলে ফাইনালে মুখোমুখি হতে হবে তুরস্ক ও আজারবাইজানের মধ্যকার বিজয়ীর সঙ্গে।টেবিল টেনিস ছাড়াও এবার ইসলামিক গেমসে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা। তিনি স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্কে মিলিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জয় করেছেন।

এ নিয়ে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের মোট পদকসংখ্যা দাঁড়াল চার—সবকটিই ব্রোঞ্জ। দেশের ক্রীড়াঙ্গনে এই অর্জন নতুন অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।

পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক