সেঞ্চুরির পর নাজমুল হোসেন
সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ইতিহাস লিখল বাংলাদেশ। দেশের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে প্রথম চার ব্যাটসম্যানই পঞ্চাশের ঘর পেরিয়ে গেছেন—এমনকি প্রত্যেকেই করেছেন ৮০ রানের বেশি।
বাংলাদেশের প্রথম ইনিংসে চার ব্যাটসম্যানের রান:
মাহমুদুল হাসান জয় ১৭১, সাদমান ইসলাম ৮০, মুমিনুল হক ৮২ এবং নাজমুল হোসেন শান্ত ১০০।
এই অনন্য কীর্তি শুধু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসেও বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, টেস্ট ক্রিকেটে এক ইনিংসে প্রথম চার ব্যাটসম্যানের ফিফটি করার ঘটনা ঘটেছে ৮৩ বার, তবে তাদের সবার ৮০ ছাড়ানো ইনিংস দেখা গেছে মাত্র ১১ বার।
এর আগে বাংলাদেশ এমন ঘটনার ভুক্তভোগী ছিল। ২০০৭ সালে মিরপুরে ভারতের বিপক্ষে টেস্টে ভারতের প্রথম চার ব্যাটসম্যানই সেঞ্চুরি করেছিলেন। এবার সেই ইতিহাসে বাংলাদেশ নিজের নাম তুলল, তবে সাফল্যের খাতায়।
এ ইনিংসে বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যান পঞ্চাশের ঘর পেরিয়েছেন, যা দেশের টেস্ট ইতিহাসে পঞ্চমবারের মতো। আর যদি আরও একজন ব্যাটসম্যান ফিফটি স্পর্শ করেন, তাহলে তৈরি হবে নতুন জাতীয় রেকর্ড।
টেস্ট ক্রিকেটের পরিসংখ্যান বলছে, এক ইনিংসে পাঁচ ব্যাটসম্যানের ৮০ ছাড়ানো ইনিংস দেখা গেছে মাত্র ১০ বার। টেস্টে প্রথম ছয় ব্যাটসম্যানের ফিফটি পাওয়ার ঘটনা ঘটেছে ৬ বার, আর এক ইনিংসে সাত ব্যাটসম্যানের ফিফটি দেখা গেছে কেবল একবার—২০০৬ সালে করাচিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে।
বাংলাদেশের এই ইনিংস তাই কেবল রান সংগ্রহ নয়, পরিসংখ্যানেও এক নতুন অধ্যায়। সিলেটে দলীয় দৃঢ়তা ও ধারাবাহিকতার এই প্রদর্শন বাংলাদেশের ব্যাটিং বিকাশের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক